ঢাকা     মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

ব্যালন ডি’অরে কত ভোটে হেরেছেন ভিনিসিউস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ৯ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:২৯, ৯ নভেম্বর ২০২৪
ব্যালন ডি’অরে কত ভোটে হেরেছেন ভিনিসিউস

বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর এবার ভিনিসিউসের হাতেই উঠবে বলে ধারণা করা হয়েছিল। তবে একদিন আগেই উল্টে যায় পাশার দান। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকাকে টপকে বাজিমাত করে দেন স্পেনের রদ্রি। প্রশ্নটা তখনই উঠেছিল, কত ভোটে হেরেছেন ভিনিসিউস? উত্তর দিলো পুরস্কারের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’।

শুক্রবার (৮ নভেম্বর) পুরস্কারের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ ২০২৪ ব্যালন ডি’অর পুরস্কারের ভোট গণনার বিস্তারিত প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, রদ্রির কাছে মাত্র ৪১ ভোটে হেরেছেন ভিনিসিউস। রিয়াল মাদ্রিদ তারকা পেয়েছেন ১১২৯ ভোট। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি পেয়েছেন ১১৭০ ভোট।

ভোট প্রক্রিয়ার জন্য ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের ক্রীড়া সাংবাদিকদের সুযোগ দেওয়া হয়েছিল সেরা ১০ জন খেলোয়াড় বেছে নিতে। এদের মধ্যে সিরিয়া ভোট দেয়নি। বাকি ৯৯ দেশের সাংবাদিকরা মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা থেকে পছন্দের শীর্ষ ১০ খেলোয়াড় বেছে নিয়েছেন।

আরো পড়ুন:

৯৯ জন সাংবাদিকের মধ্যে ৪৯ জনের প্রথম পছন্দ ছিলেন রদ্রি।  ৩৫ জন সাংবাদিকের পছন্দের তালিকায় শীর্ষে ছিলেন ভিনিসিউস। রদ্রিকে সেরা দশে রাখেননি বাহরাইন, বলিভিয়া, কলম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত ও পানামার সাংবাদিকরা। ভিনিকে শীর্ষ ১০ থেকে বাদ দিয়েছেন এল সালভাদর, ফিনল্যান্ড ও নামিবিয়ার সাংবাদিক।

বলা হয়েছিল, রিয়ালেরই আরও কয়েকজন খেলোয়াড় ব্যালন ডি’অরের সেরার তালিকায় জায়গা করে নেওয়ার ফলে ভিনির ভোট কম পড়েছে। এই ব্যাপারটাও ফেলে দেওয়ার মতো নয়। ভোটের তালিকায় দেখা যায়, জুড বেলিংহামকে শীর্ষে রেখেছেন ৫ জন, দানি কারভাহালকে শীর্ষ সেরার ভোট দিয়েছেন ৪জন। এই ভোটগুলো ভিনিসিউস পেলে ফলাফল অন্যরকমও হতে পারতো।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়