ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ভারতকে কঠোর হুঁশিয়ারি পিসিবি চেয়ারম্যানের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ৯ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:২২, ৯ নভেম্বর ২০২৪
ভারতকে কঠোর হুঁশিয়ারি পিসিবি চেয়ারম্যানের

চ্যাম্পিয়নস ট্রফির খুব বেশিদিন বাকি নেই। অথচ এখনো নিশ্চিত নয় ভারত এই আসরে খেলবে কিনা। চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর বসবে পাকিস্তানের মাটিতে। এখানেই মূলত আপত্তি ভারতের। সময় যতো ঘনিয়ে আসছে, পরিস্থিতি ততোই ঘোলাটে হচ্ছে। এমন অবস্থায় ভারতের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের সকল প্রস্তুতি প্রায় ফেলেছে পাকিস্তান। এর মধ্যেই ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, তারা পাকিস্তান সফরে যেতে চায় না, খেলতে চায় হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফি। তবে ‘হাইব্রিড মডেলে’ আয়োজনের কোনো চিন্তাভাবনা পাকিস্তানের নাই বলে জানিয়ে দিয়েছেন নাকভি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কারকাজ পরিদর্শনকালে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘গত দুই মাস ধরে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, পাকিস্তান সফর করবে না ভারত। এ ব্যাপারে আমি দলের সঙ্গে আলোচনা করেছি। আমাদের অবস্থান পরিষ্কার; তাদের কোনো আপত্তি থাকলে সেটা লিখিত আকারে দিতে হবে।’

আরো পড়ুন:

‘যদি ভারতের কাছ থেকে চিঠি পাই, তাহলে সেটা নিয়ে সরকারের কাছে যেতে হবে আমাকে এবং তাদের সিদ্ধান্ত মানতে হবে। পাকিস্তান অতীতে অসাধারণ উদারতা দেখিয়েছে ভারতকে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, তারা যেন সব সময়ের মতো আমাদের কাছ থেকে বন্ধুত্বপূর্ণ আচরণের প্রত্যাশা না করে।’- আরও যোগ করেন তিনি।

একই সঙ্গে ভারতকে কঠোর হুশিয়ারি দিয়ে রেখেছেন পিসিবি চেয়ারম্যান, ‘যদি তারা আসতে অস্বীকৃতি জানায়, তাহলে ভবিষ্যতে কোনো টুর্নামেন্ট খেলতে পাকিস্তান ভারতে যাবে কি না, সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। কোনো দেশের সঙ্গে যদি সম্পর্ক ভালো না থাকে, তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু খেলাধুলায় রাজনীতিকে জড়ানো উচিত নয়।’

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়