ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

সাফজয়ী মেয়েদের দেড় কোটি টাকা বোনাস দিচ্ছে বাফুফে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ৯ নভেম্বর ২০২৪   আপডেট: ১৯:৫৩, ৯ নভেম্বর ২০২৪
সাফজয়ী মেয়েদের দেড় কোটি টাকা বোনাস দিচ্ছে বাফুফে

নারী সাফ চ্যাম্পিয়নশিপে ব্যাক টু ব্যাক শিরোপা জেতা বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ শনিবার (০৯ নভেম্বর) দুপুরে বাফুফের নবনির্বাচিত কমিটির প্রথম সভা শেষে এই ঘোষণা আসে।

এ বিষয়ে বাফুফের সদস্য ও নবগঠিত মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আমাদের সাফজয়ী মেয়েরা দুই-দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছে। সে সুনাম বয়ে আনার জন্য আমাদের বর্তমান কমিটির পক্ষ থেকে মেয়েদেরকে দেড় কোটি টাকা দেওয়া হবে। এই টাকাটা দ্রুত আমাদের হাতে আসবে এবং আমরা একটা সংবর্ধনার মাধ্যমে তাদের হাতে তুলে দিব।’

এর আগে সাফ জিতে দেশে ফেরার পর গেল ৩১ অক্টোবর ফুটবল দলের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০ লাখ টাকার পুরস্কারের ঘোষণা দিয়েছিল। এরপর গেল ২ নভেম্বর মেয়েদের সংবর্ধনা দেন অন্তর্বর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আরো পড়ুন:

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। দেশে ফেরার পর এবারও বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে চ্যাম্পিয়ন মেয়েদের বাফুফে ভবনে নিয়ে আসা হয়েছিল।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়