ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

ওয়ালটন-কোয়াব টাঙ্গাইল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪

ইউনিক ক্লাব ও আমেনা স্পোর্টস হাউজ ফাইনালে 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৫, ৯ নভেম্বর ২০২৪  
ইউনিক ক্লাব ও আমেনা স্পোর্টস হাউজ ফাইনালে 

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব), টাঙ্গাইল এর আয়োজনে চলছে ‘ওয়ালটন-কোয়াব টাঙ্গাইল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪।’

আজ‌ শনিবার (০৯ নভেম্বর) টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার দুইটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় টাঙ্গাইল ইউনিক ক্লাব ও কালীহাতি। অপর সেমিফাইনালে লড়ে আমেনা স্পোর্টস হাউজ ও ইয়াং স্পোর্টিং ক্লাব।

প্রথম সেমিফাইনালে কালীহাতি আগে ব্যাট করে ১০৮ রান সংগ্রহ করে। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টাঙ্গাইল ইউনিক ক্লাব। ম্যাচসেরা হন লিমন।

আরো পড়ুন:

দিনের অপর সেমিফাইনালে ইয়ং স্পোর্টিং ক্লাব আগে ব্যাট করে মাত্র ৭০ রান করে। জবাবে আমেনা স্পোর্টস হাউজ ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। ম্যাচসেরা হন রিফাত আল যাবির।

দুই গ্রুপে আটটি দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতা গেল ০১ নভেম্বর শুরু হয়। যা চলবে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়