ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

দারুণ জয়ে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫৫, ৯ নভেম্বর ২০২৪  
দারুণ জয়ে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা

ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৪ উইকেটে জয় পেয়েছে শ্রীলঙ্কা। এই জয়ে ১১ বছর পর এই প্রথম নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ হার এড়াতে যাচ্ছে লঙ্কানরা।

ডাম্বুলায় আজ শনিবার (০৯ নভেম্বর) রাতে নিউ জিল্যান্ড আগে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১৩৫ রানে অলআউট হয়ে যায়। জবাবে ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।

অবশ্য শতরানের আগেই ৫ উইকেট হারানো শ্রীলঙ্কাকে জেতান অধিনায়ক চারিথ আসালঙ্কা। তিনি ১ চার ও ২ ছক্কায় অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩ চারে ২২ রানের ইনিংস খেলে দারুণ অবদান রাখেন। এছাড়া কামিন্দু মেন্ডিস ২৩, কুসল পেরেরা ২৩ ও পাথুম নিসাঙ্কা করেন ১৯ রান।

আরো পড়ুন:

বল হাতে নিউ জিল্যান্ডের জাকারি ফুলকেস ৩ ওভারে ২০ রান দিয়ে ৩টি উইকেট নেন।

তার আগে দুনিথ বেলালাগে, নুয়ান থুশারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানার বোলিং তোপে অলআউট হয়ে যায় নিউ জিল্যান্ড। বেলালাগে ৩.৩ ওভারে ২০ রান দিয়ে ৩টি উইকেট নেন। থুশারা, হাসারাঙ্গা ও পাথিরানা নেন ২টি করে উইকেট।

ব্যাট হাতে নিউ জিল্যান্ডের ফুলকেস ১৬ বলে ১ চার ও ১ ছক্কায় ২৭ রান করেন। ২ চার ও ১ ছক্কায় ২৭ রান করেন মাইকেল ব্রাসওয়েলও। এছাড়া উইল ইয়াং ১৯ ও মিচেল স্যান্টনার করেন ১৬ রান।

ম্যাচসেরা হন শ্রীলঙ্কার অধিনায়ক আসালঙ্কা।

রোববার সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ড।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়