জাতীয় ক্রিকেট লিগে প্রথম ডাবল সেঞ্চুরি অমিতের
পেসার আব্দুল হালিমের শর্ট বল পুল করলেন অমিত হাসান। উইকেটরক্ষক মোহাম্মদ মিঠুন বামদিকে ঝাঁপিয়ে বল গ্লাভসবন্দী করতে চাইলেন। কিন্তু নাগালের বাইরের বল কোনোভাবেই আটকাতে পারলেন না।
বল কয়েক ড্রপে পৌঁছে যায় সীমানায়। ১৯৭ রান থেকে অমিতের রান পৌঁছে গেল ২০১ রানে। ডাবল সেঞ্চুরি। চলমান জাতীয় ক্রিকেট লিগে প্রথম ডাবল সেঞ্চুরি আসলো সিলেট বিভাগের অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান অমিত হাসানের ব্যাটে।
কক্সবাজারে খুলনা বিভাগের বিপক্ষে এই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন সিলেটের ব্যাটসম্যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অমিত ২১৩ রানে ব্যাটিং করছিলেন। ১৮ চার ও ১ ছক্কায় সাজিয়েছেন এই ইনিংস।
২৩ বছর বয়সী অমিতের প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে এটি প্রথম ডাবল সেঞ্চুরি। এর আগে ক্যারিয়ার সেরা ইনিংস ছিল ১৮৬ রানের। নামের পাশে এরই মধ্যে ৭ সেঞ্চুরি ও ৯ হাফ সেঞ্চুরি আছে তার।
এবারের লিগের শুরুটা তেমন ভালো ছিল তার। প্রথম রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে করেছিলেন ২৮ ও ৬১। দ্বিতীয় রাউন্ডে চট্টগ্রামের বিপক্ষে আসে মাত্র ২৭ ও ৪৩ রান।
তৃতীয় রাউন্ডে রংপুরের বিপক্ষে ৫৭ ও অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলেছিলেন। চতুর্থ রাউন্ডে প্রথম সেঞ্চুরিকেই ডাবলে রূপ দিলেন। শেষ পর্যন্ত তার ব্যাট কোথায় গিয়ে থামে সেটাই দেখার।
ঢাকা/ইয়াসিন/বিজয়