ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

লেস্টার সিটিকে উড়িয়ে জয়ের ধারায় ইউনাইটেড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ১১ নভেম্বর ২০২৪  
লেস্টার সিটিকে উড়িয়ে জয়ের ধারায় ইউনাইটেড

চলতি মৌসুমে শুরুটা খুব বাজে হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। একের পর এক হারের দায় নিয়ে চাকরি হারাতে হয়েছে কোচ এরিক টেন হাগকে। নিয়োগ দেওয়া হয়েছে নতুন কোচ। সব ঝামেলা পেছনে ফেলে জয়ের ধারায় ফিরেছে ইউনাইটেড। প্রিমিয়ার লিগের ম্যাচে তারা ৩-০ গোলে হারিয়েছে লেস্টার সিটিকে।

রোববার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতের ম্যাচে দারুণ খেলা উপহার দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে আড়াইশতম ম্যাচ খেলতে নামা ব্রুনো ফার্নান্দেজ। প্রথমার্ধে গোল পেলেন তিনি এরপর দ্বিতীয়ার্ধে একটি গোল করলেন আলেসান্দ্রো গার্নাচোও। অন্য গোলটি আত্মঘাতী।

ম্যাচে সপ্তদশ মিনিটে নিজেদের প্রথম শটেই এগিয়ে যায় ইউনাইটেড। বুদ্ধিদীপ্ত ব্যাকহিল ফ্লিকে পাস দেন আমাদ দিয়ালো। বল ধরে একটু সামনে এগিয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ফার্নান্দেজ।

আরো পড়ুন:

গোল পেয়ে একের পর এক আক্রমণ করে যায় ইউনাইটেড। সেটা সামলাতে না পেরে আত্মঘাতী গোল খেয়ে বসে লেস্টার। ৩৮তম মিনিটে বাঁ দিক থেকে সতীর্থের ক্রসে বক্সে হেডের চেষ্টা করেন ফার্নান্দেজ। বল তার ঊরুতে লেগে লেস্টার ডিফেন্ডার ক্রিস্টিয়ানসেনের গায়ে লেগে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধে ৮২তম মিনিটে ইউনাইটেডের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন গার্নাচো। ফার্নান্দেজ ক্রস দেন গার্নাচোকে। বক্সের বাইরে থেকে দারুণ শটে ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন ২০ বছর বয়সী আর্জেন্টাইন তারকা।

এই জয়ে ১১ ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে লেস্টার। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। তাদের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে দুইয়ে আছে গত চার আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। 

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়