ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বার্সার হার, ফ্লিকের কাঠগড়ায় রেফারি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ১১ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:৩১, ১১ নভেম্বর ২০২৪
বার্সার হার, ফ্লিকের কাঠগড়ায় রেফারি

টানা সাত ম্যাচ জয়ের পর হার, স্বাভাবিকভাবেই বিরক্ত বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। তিনি যেমন খেলোয়াড়দের দোষ দিচ্ছেন, তেমনি রেফারিকেও ছাড়লেন না। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে ১-০ গোলে হারের পর রেফারিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বার্সা কোচ।

ম্যাচে ত্রয়োদশ মিনিটে রবার্ট লেভানডোভস্কি গোল করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখা যায়, তিনি অফসাইডে। বুটের খানিক অংশ অফসাইডে ছিল। ফলে গোলটি বাতিল হয়ে যায়। ম্যাচ শেষে বার্সা কোচ ফ্লিক বলেন, ‘আমরা গোলটা করেছি। তবে সেটা ভুল করে বাতিল করা হয়েছে। এটা ছিল বাজে সিদ্ধান্ত। তাও আমাদের মেনে নিতে হবে।’

ফ্লিক আরও বলেন, ‘আমরা আরও ভালো খেলতে পারতাম। প্রথম কয়েক মিনিট যেভাবে খেলেছি। তবে গতিটা ধরে রাখতে পারিনি এবং পর্যাপ্ত সুযোগ তৈরি করতে পারিনি। বল দখল ঠিকভাবে নিয়েছিলাম কিন্তু আমরা এরপরই খেই হারিয়ে ফেলি। ভুগতে শুরু করি। এই সুযোগে তারা গোল করেছে।’

আরো পড়ুন:

২০২৩ সালে বার্সেলোনার মূল দলে সুযোগ পাওয়ার পর থেকেই আলো ছড়াচ্ছেন ল্যামিনে ইয়ামাল। লা লিগার ২০২৪-২৫ মৌসুমে ১২ ম্যাচে করেছেন ৫ গোল, অ্যাসিস্ট করেছেন ৭ গোলে। চোটে পড়ায় সেই ইয়ামাল গত রাতে খেলতে পারেননি। ম্যাচ শেষে ইয়ামালের কথাও উল্লেখ করেছেন ফ্লিক।

ইয়ামালের অনুপস্থিতি দলকে ভুগিয়েছে, সেটাও স্বীকার করলেন ফ্লিক, ‘আমরা অবশ্যই ল্যামিনে ইয়ামালকে মিস করেছি। সে নিশ্চিতভাবেই দুর্দান্ত খেলোয়াড়। তার অনুপস্থিতিকে অজুহাত হিসেবে দাঁড় করানো যায়। তবে আমরা সেটা করব না। সঠিকভাবে সিদ্ধান্তগুলো নিতে পারিনি। এটাই আসল কথা।’

১৩ ম্যাচে ১১ জয় ও ২ হারে ৩৩ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে বার্সেলোনা। তালিকার দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৭। কার্লো আনচেলত্তির দল খেলেছে ১২ ম্যাচ। লড়াই জমে ওঠার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়