ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

শেষ ওয়ানডেতে নেই শান্ত, মিস করবেন ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ১১ নভেম্বর ২০২৪   আপডেট: ১৫:২৫, ১১ নভেম্বর ২০২৪
শেষ ওয়ানডেতে নেই শান্ত, মিস করবেন ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওয়ানডেতে পাওয়া কুঁচকির চোটে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। 

সোমবার (১১ নভেম্বর) দুপুরে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট ম্যাচের সিরিজেও পাওয়া যাবে না বাংলাদেশ অধিনায়ককে। 

আজ বিকেলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। আর ক্যারিবীয়ানদের বিপক্ষে টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ৩০ নভেম্বর থেকে। আফগানদের বিপক্ষে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। উইন্ডিজ সিরিজের দল ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যে, সাদাপোশাকেও মিরাজকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। 

শান্তর কুঁচকিতে গ্রেড টু স্ট্রেইন ধরা পড়েছে। দেবাশীষ চৌধুরী বলেন, ‘শান্তর গতকাল শারজায় এমআরআই করা হয়েছে। আমরা টিম ফিজিওর রিপোর্ট এবং স্ক্যান রিপোর্ট পেয়েছি, যা তার বাম কুঁচকিতে গ্রেড টু স্ট্রেন ধরা পড়েছে।’

কুঁচকির এই চোট ঠিক হতে প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে। আফগান সিরিজ শেষে দেশে ফিরবেন তিনি। এরপর শুরু হবে তার পুনর্বাসন প্রক্রিয়া। 

উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শান্ত ৭৬ রান করেছিলেন। হয়েছেন ম্যাচসেরা। তার গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে বাংলাদেশ ৬৮ রানে জয় নিয়ে সিরিজে সমতা আনে। ম্যাচে ফিল্ডিংয়ের সময় একটি ডাইভ দিতে গিয়ে চোট পান তিনি। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে তার না থাকাটা ভোগাবে দলকে।

ঢাকা/রিয়াদ/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়