ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

তিন দিনেই চট্টগ্রামের জয়, অপেক্ষায় রংপুর

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ১১ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:৪৩, ১১ নভেম্বর ২০২৪
তিন দিনেই চট্টগ্রামের জয়, অপেক্ষায় রংপুর

চট্টগ্রামের জয়ের নায়ক ম্যাচে ১০ উইকেট পাওয়া আশরাফুল আলম

জাতীয় ক্রিকেট লিগে চতুর্থ রাউন্ডের খেলায় তৃতীয় দিনেই জয় তুলে নিয়েছে চট্টগ্রাম বিভাগ। বরিশাল বিভাগকে ৮ উইকেটে হারিয়ে লিগে প্রথম জয় তুলে নিয়েছে তারা।

কক্সবাজারের মূল মাঠে আশরাফুল আলমের বোলিংয়ে স্রেফ ৭৭ রান অলআউট হয় বরিশাল। ৮.৩ ওভারে ৩ মেডেনে ২২ রানে ৬ উইকেট পান আশরাফুল। এর আগে প্রথম ইনিংসে ৪ উইকেট নেন তিনি। তাতে দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৩ রানের লক্ষ্য পায় চট্টগ্রাম। পারভেজ হোসেন ইমনের ৪৬ ও নাঈম হাসানের ৩০ রানে ৮ উইকেট হাতে রেখে চট্টগ্রাম জয়ের বন্দরে পৌঁছে যায়।

এর আগে চট্টগ্রাম প্রথম ইনিংসে ৩১৩ রানে গুটিয়ে যায়। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেন ইয়াসির আলী চৌধুরী। ৯৯ রানে স্পিনার তানভীর ইসলামের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ইয়াসির। ডানহাতি এই ব্যাটসম্যান সেঞ্চুরি মিস করলেও শাহাদাত হোসেন দিপু ধৈর্য্যর পুরস্কার পেয়েছেন। ২৪৯ বলে ১১৬ রান করেন ১০ চারে।

আরো পড়ুন:

পাশের মাঠে সিলেট বিভাগের বিপক্ষে ধুঁকছে খুলনা বিভাগ। ৭ উইকেটে ৪৯৬ রান করা সিলেটের ইনিংসের জবাব দিতে নেমে সোমবার তৃতীয় দিনের শেষ পর্যন্ত খুলনা গুটিয়ে যায় ২৭৩ রানে। এখনও তারা ২২৩ রানে পিছিয়ে। খুলনাকে ফলোঅনে ফেলবে নাকি সেটাই দেখার। খুলনার হয়ে এদিন সেঞ্চুরি মিস করেছেন এনামুল হক বিজয়। ৮৮ রানে নাঈম আহমেদের বলে এলবিডব্লিউ হন এনামুল। ১৩১ বলে ৭ চার ও ৫ ছক্কায় এনামুল ইনিংসটি সাজিয়েছিলেন। এছাড়া আফিফ হোসেন ধ্রুব ৫৩, মোহাম্মদ মিঠুন ৪৭ রান করেন।

রাজশাহীতে ২৬৩ রানের জবাব দিতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে রাজশাহী বিভাগ। ৬ উইকেটে ৬২ রান তুলে দিন শেষ করেছে তারা।  আগামীকাল শেষ দিনে রংপুর বিভাগের চাই কেবল ৪ উইকেট। পরাজয় এড়িয়ে জয়ের জন্য আরও ২০১ রান করতে হবে রাজশাহীকে। রংপুরের পেসার আরিফুল হক  ১০ রানে ৩ উইকেট নেন। ২ উইকেট পেয়েছেন আব্দুল গাফফার সাকলায়েন। মেহরব হাসান ৯ ও গোলাম কিবরিয়া ৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

সিলেটে ঢাকা বিভাগের বিপক্ষে ১৭৫ রানের লিড পেয়েছে ঢাকা মেট্রো। এর আগে প্রথম ইনিংসে ঢাকা মেট্রোর করা ৩০৪ রানের জবাবে ঢাকা বিভাগ ৩১৫ রান করে। ১১ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে ঢাকা মেট্রো ৬ উইকেট ১৮৬ রান তুলে দিন শেষ করেছে। তাহজিবুল ইসলাম ৩১ ও রনি ২ রানে ব্যাটিং করছেন।

টপ ও মিডল অর্ডারের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার দিনে আমিনুল ইসলাম বিপ্লব সর্বোচ্চ ৮২ রান করেন। শেষ দিনে সিলেটে কোনো রোমাঞ্চ ছড়ায় কিনা সেটাই দেখার।

ইয়াসিন/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়