ঢাকা     বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ৩০ ১৪৩১

শচীন-কোহলি-বাবরের রেকর্ড ভাঙলেন গুরবাজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ১২ নভেম্বর ২০২৪  
শচীন-কোহলি-বাবরের রেকর্ড ভাঙলেন গুরবাজ

বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে চাপের মুখে দাঁড়িয়ে দারুণ এক সেঞ্চুরি করেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ। ১২০ বলে ৫টি চার ও ৭ ছক্কায় তার করা ১০১ রানের ইনিংসে ভর করে আফগানিস্তান জয় পায়। আর বাংলাদেশের বিপক্ষে তারা জিতে নেয় আরও একটি সিরিজ।

এই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে গুরবাজ অবশ্য ভেঙে দিয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার, সময়ের সেরা ক্রিকেটার বিরাট কোহলি ও বাবর আজমের রেকর্ড।

সোমবার রাতে গুরবাজ যখন সেঞ্চুরি করেন তখন তার বয়স ছিল ২২ বছর ৩৪৯ দিন। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের পর সবচেয়ে কম বয়সী দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে গুরবাজ এদিন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করেন। এ যাত্রায় তিনি পেছনে ফেলেন শচীন, কোহলি ও বাবরকে।

আরো পড়ুন:

শচীন ২২ বছর ৩৫৭ দিনে, কোহলি ২৩ বছর ২৭ দিনে ও বাবর ২৩ বছর ২৮০ দিনে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পেয়েছিলেনি।

ক্রিকেট ইতিহাসে বয়স ২৩ হওয়ার আগে মাত্র দুইজন ব্যাটসম্যান ওয়ানডেতে ৮টি করে সেঞ্চুরি করেছিলেন। তারা হলেন শচীন ও ডি কক। সোমবার সেই তালিকায় নিজের নাম যুক্ত করলেন গুরবাজও।

এছাড়া ২৩ হওয়ার আগে কোহলি ৭টি, বাবর ৬টি ও উপল থারাঙ্গা ৬টি সেঞ্চুরি করেছিলেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়