ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

রংপুরের জয়, ড্র ম্যাচে মিথুনের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ১২ নভেম্বর ২০২৪  
রংপুরের জয়, ড্র ম্যাচে মিথুনের সেঞ্চুরি

আগের দিনই ফরহাদ হোসেনকে গার্ড অব অনার দিয়েছিল রাজশাহীর ক্রিকেটাররা। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে দেওয়া হয় বিশেষ ক্রেস্ট। ২০০৫ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে ফরহাদের যে যাত্রা শুরু হয়েছিল, ২০২৪ সালে এসে তা থেমে গেল। ১৯ বছরের প্রথম শ্রেণির ক্যারিয়ারের ইতি টানলেন রাজশাহী বিভাগের এই খেলোয়াড়। 

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের শেষ দিনে তার দল রাজশাহী বিভাগ রংপুর বিভাগের কাছে ১০১ রানে হেরেছে। তবে এদিন সব আলো ছিল ফরহাদের ওপর। দেশের হয়ে সর্বোচ্চ ১৬১ প্রথম শ্রেণির ম্যাচ খেলার অনন্য রেকর্ডকে সঙ্গী করে বিদায় নিলেন তিনি। নামের পাশে ১৮ সেঞ্চুরি ও ৪৬ হাফ সেঞ্চুরিতে রান ৯ হাজার ৬৫ টি।

আরো পড়ুন:

জয়ের জন্য রংপুরের আজ ৪ উইকেট প্রয়োজন ছিল। রাজশাহীর লেজের ব্যাটসম্যানরা তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। প্রথম ইনিংসে ১৮৯ রান করা রাজশাহী এবার গুটিয়ে যায় ১৬১ রানে। তাতে রংপুর তুলে নেয় লিগের দ্বিতীয় জয়। কক্সবাজারে ফলোঅনে পড়া খুলনা শেষ দিনে উদ্ধার হয়েছে মোহাম্মদ মিঠুনের সেঞ্চুরিতে। লিগের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে মিঠুন ১০২ রানে অপরাজিত থাকেন। ১০৮ বলে ৭টি করে চার ও ছক্কায় সাজান ইনিংসটি। এছাড়া ইমরুল কায়েস ৭১, এনামুল হক বিজয় ৫৪ ও কাজী নুরুল হাসান সোহান ৫০ রান করেন। ৩ উইকেটে ২৯৬ রান করে খুলনা। এরপর দুই দল ড্র মেনে নেয়।

চার ম্যাচে সিলেটের এটি দ্বিতীয় ড্র। দুটি ম্যাচ জিতেছে তারা। খুলনার চার ম্যাচে এটি তৃতীয় ড্র।

এদিকে সিলেটে ড্র হয়েছে ঢাকা মেট্রো ও ঢাকা বিভাগের ম্যাচ। নিরুত্তাপ ম্যাচে বল হাতে ঢাকা মেট্রোর রাকিবুল হাসান ৪ উইকেট নেন। পেসার আবু হায়দার পেয়েছেন ৩ উইকেট। চার ম্যাচে দুই জয়, এক পরাজয় ও এক ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ঢাকা মেট্রো আছে দুই নম্বরে। ঢাকা বিভাগ চার ম্যাচে চারটিই ড্র করেছে।

ইয়াসিন/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়