ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

চেয়ার ভেঙে জরিমানা গুনলেন টপলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৫, ১২ নভেম্বর ২০২৪  
চেয়ার ভেঙে জরিমানা গুনলেন টপলি

বার্বাডোজে গেল শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিল ইংল্যান্ড। ওই ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন ইংল্যান্ডের পেসার রিস টপলি। কিন্তু ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন ৩০ বছর বয়সী এই পেসার। মাঠ থেকে উঠে গিয়ে মেজাজ হারিয়ে চেয়ার ভাঙেন। সে কারণে আইসিসি তাকে আজ বুধবার ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেছে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। আগামী ২৪ মাসের মধ্যে তিনি চারটি তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে নিষিদ্ধ হবেন।

এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মুম্বাইতেও একই রকম একটি কাণ্ড করেছিলেন টপলি। কিন্তু সেটার জরিমানার মুখোমুখি হননি। এবার কিন্তু আর পার পাননি। আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করে জরিমানা গুণলেন। টপলি অবশ্য এই জরিমানা মেনে নিয়েছেন। সে কারণে কোনো শুনানির প্রয়োজন হয়নি।

রোববার ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচ খেলে। সেই ম্যাচে ইনজুরি আক্রান্ত খেলোয়াড়ের তালিকায় তার নাম ছিল। কিন্তু তার এবারের ইনজুরি ঠিক কতোটা মারাত্মক সেটা এখনও জানা যায়নি।

আরো পড়ুন:

এর আগে পিঠের ইনজুরির কারণে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়