পাকিস্তান যাবে না ভারত, লিখিত চায় পিসিবি
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত, এমন সিদ্ধান্ত ভারতকে লিখিতভাবে দিতে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুধু তা-ই নয়, কেন পাকিস্তান সফর করতে পারবে না তা-ও জানাতে হবে ভারতকে।
গত শুক্রবার আইসিসি পিসিবিকে জানিয়েছে যে, টুর্নামেন্টের জন্য ভারতীয় দলকে পাকিস্তানে যাওয়ার জন্য বিসিসিআইকে ভারত সরকার অনুমতি দেয়নি। ২০১৭ সালের পর আবার আয়োজিত হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। ৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের তিনটি ভেনু্যতে এই প্রতিযোগিতা আয়োজনের কথা রয়েছে। কিন্তু ভারত সরকার বিসিসিআইকে দল পাঠাতে অনুমতি দেয়নি।
চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পিসিবি এ কারণেই বিসিসিআইয়ের থেকে পাকিস্তান সফরে না যাওয়ার কারণ লিখিতভাবে চেয়েছে। এরই মধ্যে পাকিস্তানের লাহোরে আইসিসির পূর্ব নির্ধারিত একটি প্রোগ্রাম বাতিল হয়েছে। তিনদিন আগে ১০০ দিনের কাউন্টডাউন শুরু করতে চেয়েছিল আইসিসি। কিন্তু পিসিবির অনাগ্রহে সেই কাউন্টডাউন পিছিয়ে দিতে বাধ্য হয় আইসিসি।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আগে ২০২৩ এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। সেবারও ভারত সরকার পাকিস্তানে দল পাঠানোর অনুমতি দেয়নি। ভারতের অনড় অবস্থানের কারণে ছয় দলের এশিয়া কাপ হয়েছিল ‘হাইব্রিড মডেলে’। এর মধ্যে ভারত ছাড়া বাকি পাঁচ দলই শুরুতে পাকিস্তানের মাটিতে অন্তত একটি করে ম্যাচ খেলেছে। ভারতকে নিয়ে টুর্নামেন্টের বেশির ভাগ অংশ হয়েছে শ্রীলঙ্কায়। ভারত ফাইনালে উঠায় সেই ম্যাচটিও হয়েছে দ্বীপরাষ্ট্রে।
এবারও আইসিসি তাদেরকে ‘হাইব্রিড মডেল’ এর প্রস্তাব দিয়েছে। কিন্তু পিসিবি সাফ জানিয়েছে, কোনোভাবেই ‘হাইব্রিড মডেলে’ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে না তারা।
চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত উইন্ডো বের করেছে পাকিস্তান। ২০ দিনে ৫০ ওভারের ম্যাচে ৮ দলের এই আসর শেষ করতে চায় আইসিসি। খেলা হবে তিন ভেন্যুতে।
পিসিবির পরিকল্পনা অনুযায়ী ভারতের সব ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। যেখানে ভেন্যু, স্টেডিয়াম খুব নিকটে। সঙ্গে ওয়াঘা সীমান্ত কাছাকাছি থাকায় সমর্থকরাও খুব সহজে পাকিস্তানে যেতে পারবে।
ঢাকা/ইয়াসিন