ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

ছিটকে গেলেন রাসেল, নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন জোসেফ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ১৩ নভেম্বর ২০২৪  
ছিটকে গেলেন রাসেল, নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন জোসেফ

রাগ দেখিয়ে মাঠ ছেড়ে উঠে যাওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন আলজারি জোসেফ। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলা আন্দ্রে রাসেল ইনজুরিতে পড়েছেন। সে কারণে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। শামার জোসেফের জায়গায় নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা জোসেফকে দলে নেওয়া হয়েছে। আর রাসেলের পরিবর্তে নেওয়া হয়েছে শামার স্প্রিনজারকে।

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচ জিততেই হবে ক্যারিবিয়ানদের।

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দিন অধিনায়কের সঙ্গে রাগ করে বিনা অনুমতিতে মাঠ থেকে উঠে গিয়েছিলেন আলজারি জোসেফ। অবশ্য পরে সেটার জন্য তিনি প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন। ক্ষমা চেয়েছিলেন অধিনায়ক শেই হোপের কাছেও। কিন্তু তাকে দুই ম্যাচ নিষিদ্ধ হতে হয়। ক্ষমা চাওয়ায় নিষেধাজ্ঞা কাটিয়ে তার দলে ফেরাটা ছিল অনুমেয়। তাছাড়া দলের পরিস্থিতিও তার প্রয়োজনীয়তার পথ তৈরি করেছে।

আরো পড়ুন:

প্রথম ম্যাচে ৮ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হেরে সিরিজ হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে গেছে স্বাগতিকরা। পরের তিন ম্যাচে ভালো কিছু করে সিরিজ জয় কিংবা সিরিজ হার এড়াতে পারে কিনা দেখার বিষয়।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল:
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, শিমরন হেটমায়ার, টেরেন্স হিন্ডস, শেই হোপ, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড ও শামার স্পিনজার।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়