ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

অস্ট্রেলিয়া-ভারত ম্যাচে ধারাভাষ্য নাকি আইপিএল নিলাম, কোথায় থাকবেন পন্টিং-ল্যাঙ্গার?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ১৩ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:০১, ১৩ নভেম্বর ২০২৪
অস্ট্রেলিয়া-ভারত ম্যাচে ধারাভাষ্য নাকি আইপিএল নিলাম, কোথায় থাকবেন পন্টিং-ল্যাঙ্গার?

আগামী শুক্রবার (২২ নভেম্বর) পার্থে বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। এদিকে সৌদি আরবের জেদ্দায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। সে কারণে বিপাকে পড়েছেন রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গার। তারা কি এখন ধারাভাষ্য দিবেন নাকি উপস্থিত থাকবেন নিলামে।

পাঞ্জাব কিংসের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পন্টিং। অন্যদিকে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সঙ্গে আছেন ল্যাঙ্গার। নিলামে তাদের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। তাই তাদের ছাড় দিতে হতে পারে গুরুত্বপূর্ণ বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টের ধারাভাষ্যে।

শুধু তারা দুজনই নন, অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ ড্যানিয়েল ভেট্টরিকেও থাকতে হবে নিলামে। যিনি আবার সানরাইজার্স হায়দরাবাদেরও কোচ।

আরো পড়ুন:

এ বিষয়ে অস্ট্রেলিয়ার পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, ‘যদি ভারতের মতো শক্তিশালী ক্রিকেট কর্তৃপক্ষের বিপক্ষে চ্যানেল সেভেন ও ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের স্বার্থ রক্ষা করতে না পারে তাহলে পন্টিং, ল্যাঙ্গার ও সহকারী কোচ ড্যান ভেট্টরি প্রথম টেস্টের ধারাভাষ্য কক্ষ কিংবা স্টেডিয়ামে না থেকে সৌদি আরবে থাকবেন। এবং জেদ্দায় অনুষ্ঠিতব্য আইপিএলের নিলামের টেবিলে বসবেন।’

‘ম্যাচ সম্প্রচারের ক্ষেত্রে ফক্সটেলের সঙ্গে চ্যানেল সেভেনের ১.৫ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের সাত বছরের চুক্তি রয়েছে। তারপরও অনেকে শঙ্কা করছেন তারা পন্টিং কিংবা ল্যাঙ্গারকে পার্থ টেস্টের শেষ তিনদিনের ধারাভাষ্যের জন্য ধরে রাখতে পারবেন না।’

গেল বছর পন্টিং ছিলেন দিল্লি ক্যাপিটালসের কোচ। গেলবারও তিনি পার্থ টেস্টের তৃতীয় দিনের পর অস্ট্রেলিয়া ছাড়েন এবং নিলামে অংশ নেন। অন্যদিকে ল্যাঙ্গার টেস্টের শেষদিন পর্যন্ত ছিলেন। ভেট্টরি অবশ্য অস্ট্রেলিয়া দলের সঙ্গে তার দায়িত্ব পালন করেই নিলামে গিয়েছিলেন।

এইজ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি যে, ভেট্টরি কি মাঠে উপস্থিত থাকবেন নাকি নিলামে যাবেন। দলের একটি সূত্রের বরাত দিয়ে তারা এ কথা জানিয়েছে।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়