ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

এক বছর পর ফুটবলে ফিরেই বাংলাদেশকে হারালো মালদ্বীপ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ১৩ নভেম্বর ২০২৪   আপডেট: ২১:০৭, ১৩ নভেম্বর ২০২৪
এক বছর পর ফুটবলে ফিরেই বাংলাদেশকে হারালো মালদ্বীপ

সবশেষ এক বছর আগে বাংলাদেশের বিপক্ষে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ২-১ গোলে হেরেছিল মালদ্বীপ। এরপর প্রায় এক বছর তারা ফুটবল থেকে দূরে ছিল। লম্বা সময় পর আজ বুধবার আবার বাংলাদেশের বিপক্ষেই ম্যাচ দিয়ে তারা আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে। সন্ধ্যায় কিংস অ্যারেনায় বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে তাদের ফেরাটা রাঙিয়েছে। ম্যাচের ১৯ মিনিটে জয়সূচক গোলটি করেন মালদ্বীপের আলী ফাসির।

যদিও ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলে বাংলাদেশ। ম্যাচে বলের দখল, আক্রমণ, পাল্টা আক্রমণ সব দিক দিয়েই এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু গোলের খেলা ফুটবলে গোলটিই পায়নি তারা। তাতে মালদ্বীপের বিপক্ষে টানা তিন ম্যাচে অপরাজিতও থাকা হয়নি।

এদিন ম্যাচের ১৮ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। এ সময় ডি বক্সের সামনে ফ্রি কিক পায় মালদ্বীপ। ফ্রি কিক থেকে হামজার পাঠানো বল বক্সের মধ্যে পেয়ে ৭ নম্বর জার্সিধারী আলী ফাসির হেডে গোল করে এগিয়ে নেন দলকে।

আরো পড়ুন:

৩০ মিনিটে অবশ্য ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এ সময় ইসা ফয়সালের ক্রসে ফাহিমের ভলি পোস্টে লেগে বাইরে চলে যায়। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে আরও একটি সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। এ সময় বক্সের বাইরে থেকে সোহেলের নেওয়া জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে।

বিরতির পরও বাংলাদেশের গোল শোধের প্রচেষ্টা চলতে থাকে। কিন্তু ফিনিশিংয়ের অভাবে কাঙ্খিত গোলটি পাওয়া হয়নি। অন্যদিকে মালদ্বীপও আর কোনো গোল পায়নি। তাতে শুরুতে আলী ফাসিরের করা গোলটি ম্যাচের ভাগ্য বদলে দেয়।

শনিবার একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও মালদ্বীপ।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়