ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

ইন্টার মায়ামি ছাড়ার গুঞ্জনে মেসির পোস্ট, ‘আগামী মৌসুমের জন‌্য প্রস্তুত হও’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ১৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১০:৪৮, ১৪ নভেম্বর ২০২৪
ইন্টার মায়ামি ছাড়ার গুঞ্জনে মেসির পোস্ট, ‘আগামী মৌসুমের জন‌্য প্রস্তুত হও’

ইন্টার মায়ামি ছাড়ছেন লিওনেল মেসি? আর্জেন্টিনার সুপারস্টার খেলবে না মেজর লিগ সকারে। চারিদিকে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সামনে দলবদলের উইন্ডো থাকায় গুঞ্জনগুলো ডানাপালা মেলতেও শুরু করে। কিন্তু সব গুঞ্জন থেমে যায় মেসির এক ইনস্টাগ্রাম পোস্টে। 

যেখানে মেসি সাফ জানিয়ে দিয়েছেন, আগামী মৌসুমেও তাকে দেখা যাবে ইন্টার মায়ামিতে এবং সতীর্থদের উদ্দেশ‌্যে তা বার্তা, ‘আগামী মৌসুমের জন‌্য প্রস্তুত হও।’ 

মেসির ইন্টার মায়ামি ছাড়ার গুঞ্জন ওঠে এক বিতর্ককে কেন্দ্র করে। ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামিকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে ফিফার বিরুদ্ধে। এই বিতর্কে জড়াতে চান না বলেই মেসি মায়ামি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। মায়ামির কোচ তাতা মার্তিনো মেসির ইস্যুতে ঢোঁক গেলেন। মেসি কতদিন মায়ামিতে থাকবেন এমন প্রশ্নে কোনো সদুত্তর দিতে পারেননি। 

বাধ‌্য হয়ে মেসিকেই এই গুঞ্জন থামানোর উদ্যোগ নিতে হলো। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে মেসি এখন আর্জেন্টিনা শিবিরে যোগ দিয়েছেন। ম‌্যাচ খেলবে প‌্যারাগুয়ে ও চিলির বিপক্ষে। 

সেখান থেকেই ইনস্টাগ্রাম পোস্টে মেসি লিখেন, ‘একটি মৌসুম শেষ হল, যেখানে আমরা আমাদের এগিয়ে নিয়েছি এবং আমরা সবাই মিলে কিছু লক্ষ্য অর্জন করতে পেরেছি, যা আমরা আরও চাই। আমাদের সঙ্গে যোগ দিয়ে যারা সমর্থন করেছেন তাদের সকলকে ধন্যবাদ। এবার আগামী বছর আরও শক্তিশালী হয়ে ফেরার জন্য প্রস্তুত হও।’ 
মেসির এমন পোস্টের পর মায়ামির সমর্থকরা হাঁফ ছেড়ে বাঁচেন। মেসিকে আরো এক মৌসুম ক্লাবে পাওয়া যাবে সেটা বিরাট খবর তাদের জন‌্য। যদিও ইন্টার মায়ামির সঙ্গে ২০২৫ সাল পর্যন্তই মেসির চুক্তি আছে। ২০২৬ সালে আমেরিকায় ফুটবল বিশ্বকাপ। তার আগে মেসির সে দেশে খেলার গুরুত্ব অনেক বেশি।

ঢাকা/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়