ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

অশ্বিনের ৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে বরুণের ইতিহাস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ১৪ নভেম্বর ২০২৪  
অশ্বিনের ৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে বরুণের ইতিহাস

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে বুধবার (১৪ নভেম্বর) রাতে জিতে ভারত এগিয়ে গিয়েছে ২-১ ব্যবধানে। এই ম্যাচে বল হাতে ৪ ওভারে ৫৪ রান দিয়ে ২টি উইকেট নেন ৩৩ বছর বয়সী স্পিনার বরুণ চক্রবর্তী। এর মধ্য দিয়ে রবীচন্দ্রন অশ্বিনের ৮ বছরের পুরনো একটি রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন তিনি।

তৃতীয় ম্যাচে ২ উইকেট পাওয়ার মধ্য দিয়ে তিন ম্যাচে তার মোট উইকেট হয়েছে ১০টি। দ্বিপাক্ষিক কোনো টি-টোয়েন্টি সিরিজে তার আগে ভারতের কেউ তিন ম্যাচে ১০ উইকেট নিতে পারেনি। ২০১৬ সালে অশ্বিন ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে নিয়েছিলেন ৯ উইকেট। সেই রেকর্ড ভেঙে বরুণ নিলেন ১০ উইকেট। অশ্বিনের পর ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রবি বিষ্ণোইও নিয়েছিলেন ৯ উইকেট।

ডারবানে প্রথম ম্যাচে বরুণ ২৫ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। এরপর দ্বিতীয় ম্যাচে ১৭ রান দিয়ে নেন ৫ উইকেট। শুক্রবার জোহানেসবার্গে চতুর্থ ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ভারত।

আরো পড়ুন:

সেঞ্চুরিয়নে তৃতীয় ম্যাচে ভারত আগে ব্যাট করে তিলক ভার্মার সেঞ্চুরি (১০৭) ও অভিষেক শর্মার ফিফটিতে (৫০) ভর করে ৬ উইকেটে ২১৯ রান করেন। জবাবে মারকো জানসেনের ঝড়ো ইনিংসে (১৭ বলে ৫৪) ভর করেও ৮ উইকেট হারিয়ে ২০৮ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়