রংপুর নয়, পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে রাইডার্স
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সসহ ৫টি দেশের ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। পুরস্কার মূল্য রাখা হয়েছে ১ মিলিয়ন ডলার। যেখানে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্স।
বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের খেলার প্রস্তাব ছিল। তারা ফিরিয়ে দেয়। রানার্সআপ কুমিল্লা ভিক্টোরিয়ান্স আলোচনাতেই নেই। তৃতীয় দল রংপুর প্রস্তাবে সাড়া দিয়ে খেলার সুযোগ লুফে নেয়। মিরপুর হোম অব ক্রিকেটে আজ তাদের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে রংপুর রাইডার্স অনুশীলন করেছে মিরপুরের একাডেমি মাঠে।
রংপুর এবার জার্সিতে এনেছে ভিন্নতা। লাল সবুজ ঠাঁই পেয়েছে তাদের জার্সিতে। নির্দিষ্ট পরিকল্পনা থেকেই এমন কিছু করেছে তা জানিয়েছেন দলটির টিম ডিরেক্টর শানিয়ান তানিম। মিরপুরে তিনি বলেছেন, ‘আপনারা যেমন দেখতে পাচ্ছেন, লাল ও সবুজ। আমরা সাধারণত রংপুর রাইডার্সে নীল থিমে জার্সি পরি। কিন্তু আমার কাছে মনে হয় যে যেহেতু আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। অন্তত আমাদের অনুশীলন জার্সিতে লাল-সবুজের দাগ থাকা উচিত।’
‘নিচের দিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকাসহ অনেক মানুষ দেখা যাচ্ছে। যেহেতু বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে এবং যেভাবে করে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হওয়ার চেষ্টা করছে। ওভাবে করে আমরা বাংলাদেশকে একটা ট্র্রিবিউট করে এবং বাংলাদেশের পতাকা সবকিছু ব্যবহার করে দেখাতে চাচ্ছি যে রংপুর শুধু এখন রংপুরের দল না, পুরো বাংলাদেশের দল।’ – যোগ করেন তিনি।
লাল-সবুজের এই জার্সিটি পুরো বাংলাদেশকে উৎসর্গ করেছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। তাদের দাবি, ‘বাংলাদেশের প্রতিটা কোণায় যদি এই জার্সিটা দেখে একটু হলেও রংপুরের জন্য সমর্থন আসে, সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে।’
ঢাকা/ইয়াসিন/আমিনুল