ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ক্রিকেট সংগঠক রাকিব হায়দার আর নেই

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ১৪ নভেম্বর ২০২৪  
ক্রিকেট সংগঠক রাকিব হায়দার আর নেই

প্রবীণ ক্রিকেট সংগঠক রাকিব হায়দার পাভেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রান্তিক ক্রীড়া চক্রের বিসিবির সাবেক কাউন্সিলর পাভেল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরে কুষ্টিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। 

তিনি এর আগে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিসিবির টুর্নামেন্ট কমিটির সাবেক সদস্য সচিবও ছিলেন। এছাড়া ঢাকা লিগের ক্লাব গাজী ট্যাংক ক্রিকেটার্স এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স পরিচালনা করেছেন। বিসিবি রাকিব হায়দার পাভেলের পরিবারের প্রতি সমবেদনা ও আন্তরিক সমবেদনা জানিয়েছে।

এই ক্রীড়া সংগঠকের মৃত্যুতে বাকরুদ্ধ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় পাভেল ভাই...আমার ক্রিকেট জীবনের শুরুর পুরোটা জুড়েই আপনি। একজন বড় ভাইয়ের মতো আগলে রেখেছিলেন, আজ আপনি নাই, ৯৯/২০০০ মৌসুমের সেই আজাদ স্পোর্টিং ক্লাব আর সন্ধ্যার পর টেন্টে এসে ধমক দেওয়া, প্র‌্যাকটিসে এসে পাখির চোখ করে বসে থেকে ভুল ধরা, ম্যাচের দিন ভোরে টেন্টে এসে সবাইকে ঘুম ভাঙানো আরও কতো গল্প আপনার সাথে জড়িয়ে আছে।’

আরো পড়ুন:

‘আপনার মতো নিবেদিত ক্রীড়া সংগঠকরা ছিল বলেই বাংলাদেশ ক্রিকেট আজ এখানে। আপনার হাত ধরে আফতাব, রাজ, রাসেল, আমিসহ অনেক খেলোয়াড়ই জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে পেরেছি। ওপারে ভালো থাকবেন ভাই। মহান আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন আমিন।’ – যোগ করেন মাশরাফি।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়