ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

৮ বছর পর প্যারাগুয়ের কাছে ধরাশায়ী আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৪, ১৫ নভেম্বর ২০২৪   আপডেট: ১১:১৯, ১৫ নভেম্বর ২০২৪
৮ বছর পর প্যারাগুয়ের কাছে ধরাশায়ী আর্জেন্টিনা

বাংলাদেশ সময় শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে ম্যাচের শুরুতেই লাওতারো মার্টিনেজ গোল করে এগিয়ে নিলেন আর্জেন্টিনাকে। কিন্তু প্রথমার্ধে অ্যান্তোনিও সানাব্রিয়ার বাইসাইকেল কিক ও দ্বিতীয়ার্ধে ওমার আলদেরেতের হেডে পাওয়া দারুণ দুই গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দিলো প্যারাগুয়ে।

আর তাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চতুর্থ জয় পেল তারা। আর্জেন্টিনাকে দিলো তৃতীয় হারের স্বাদ। এটা অবশ্য আর্জেন্টিনার বিপক্ষে দীর্ঘ ৮ বছর পর পাওয়া জয়। সবশেষ ২০১৬ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তারা হারিয়েছিল আলবিসিলেস্তাদের।

এই হারের পরও ১১ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে যথারীতি দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান নিয়েছে প্যারাগুয়ে। কেবল গোল ব্যবধানে এগিয়ে ইকুয়েডর ও উরুগুয়ে তাদের সামনে আছে। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলের চেয়ে প্যারাগুয়ে পিছিয়ে আছে মাত্র ১ পয়েন্টে।

আরো পড়ুন:

এদিন ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। এ সময় মাঝমাঠের একটু সামনে থেকে লম্বা পাসে সামনে বল বাড়িয়ে দেন এনজো ফার্নান্দেজ। ডি বক্সের সামনে সেটা দখলে নেন লাওতারো মার্টিনেজ। এ সময় তার সামনে ছিলেন কেবল প্যারাগুয়ের গোলরক্ষক গাটিটো ফার্নান্দেজ। বুলেট গতির শটে তাকে পরাস্ত করে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান লাওতারো।

সমতা ফেরাতে অবশ্য বেশি সময় নেয়নি প্যারাগুয়ে। ১৯ মিনিটে তারা পাল্টা আক্রমণে ওঠে। এ সময় ডি বক্সের ডানদিক থেকে ক্রসে বক্সের মধ্যে বল পাঠান দিয়েগো গোমেজ। সেটাতে বাইসাইকেল কিক নিয়ে জালে পাঠান সানাব্রিয়া। এমিলিয়ানো মার্টিনেজের চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।

বিরতির পর ৪৭ মিনিটে এগিয়ে যায় প্যারাগুয়ে। এ সময় ডি বক্সের বাম দিকে ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে দিয়েগো গোমেজ ক্রসে বল পাঠান ডি বক্সের ভেতরে। সেটাতে হেড নেন ওমার আলদেরেতে। সেটা দূরের পোস্ট দিয়ে জালে প্রবেশ করে।

বাকি সময়ে লাওতারো ও মেসিকে রুখে দিয়ে আট বছর পর দারুণ এক জয় তুলে নেয় প্যারাগুয়ে। তাতে ২০২৬ বিশ্বকাপে তাদের খেলার সম্ভাবনা আরেকটু বাড়িয়ে নিলো।

আগামী বুধবার সকালে পরের ম্যাচে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়