টানা তিন জয়ে সিরিজ ইংল্যান্ডের
টস জিতো, ম্যাচ জিতো। ইনজুরি কাটিয়ে ফেরা ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন ম্যাচে টস জিতলেন। এরপর ম্যাচও জিতলেন। তাতে দুই ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজও জিতে নিলেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে তৃতীয় ম্যাচে তারা ক্যারিবিয়ানদের হারিয়েছে ৩ উইকেটে।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করে ৮ উইকেটে ১৪৫ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলে জয় নিশ্চিত করে তারা।
টস হেরে ব্যাট করতে নেমে ৩৭ রানেই ৫ উইকেট হারিয়ে বসে উইন্ডিজ। শেই হোপ ৪, এভিন লুইস ৩, নিকোলাস পুরান ৭, রোস্টন চেজ ৭ ও শিমরন হেটমায়ার আউট হন ২ রান করে।
সেখান থেকে হাল ধরেন অধিনায়ক রোভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড। ষষ্ঠ উইকেটে তারা দুজন ৫৭ বলে ৭৩ রান তোলেন। ১১০ রানের মাথায় শেফার্ড ফিরেন ১ চার ও ১ ছক্কায় ৩০ রান করে। একই রানে গুদাকেশ মোতি ফিরেন ডাক মেরে। ভালো খেলতে থাকা পাওয়েল অবশ্য ১১৩ রানের মাথায় আউট হন। ৪১ বলে ৩টি চার ও ৪ ছক্কায় করে যান ৫৪ রান। এরপর নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা আলজারি জোসেফ ৩ চারে অপরাজিত ২১ রান ও আকিল হোসেন অপরাজিত ৮ রান করলে ওয়েস্ট ইন্ডিজ ১৪৫ রান পর্যন্ত যেতে পারে।
বল হাতে ইংল্যান্ডের সাকিব মাহমুদ ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩টি উইকেট নেন। জেমি ওভারটন ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ৩টি উইকেট।
রান তাড়া করতে নেমে ইংল্যান্ডও ৭৫ রানেই ৪ উইকেট হারায়। কিন্তু উইল জ্যাকস, স্যাম কারান ও লিয়াম লিভিংস্টনের ব্যাটে তাদের জয় নিশ্চিত হয় ১৯.২ ওভারেই। জ্যাকস ৩ চারে ৩২, কারান ২৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪১ এবং লিভিংস্টন ২ চার ও ২ ছক্কায় করেন ৩৯ রান। বাকিদের কেউ অবশ্য দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।
বল হাতে ক্যারিবিয়ানদের আকিল ৪ ওভারে ২২ রান দিয়ে ৪টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন জোসেফ, টেরান্স হিন্ডস ও মোতি। বল হাতে ভেল্কি দেখিয়ে ম্যাচসেরা হন সাকিব।
একই স্টেডিয়ামে রোববার চতুর্থ ও সোমবার পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।
ঢাকা/আমিনুল