ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

কোয়ার্টার ফাইনালে ইতালি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ১৫ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:৫৯, ১৫ নভেম্বর ২০২৪
কোয়ার্টার ফাইনালে ইতালি

উয়েফা নেশন্স লিগের ‘এ২ গ্রুপ’ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইতালি। বৃহস্পতিবার রাতে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে নাম লেখায় তারা। ৫ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে তারা আছে গ্রুপের শীর্ষে। সমান ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে ফ্রান্স আছে দ্বিতীয় স্থানে।

এদিন ম্যাচের ১১ মিনিটেই লিড নেয় ইতালি। এ সময় ডানদিক দিয়ে আক্রমণে ওঠে তারা। ডি বক্সের বামদিক থেকে ডি লরেঞ্জো বল বাড়িয়ে দেন ভেতরে। সেটা ফাঁকায় পেয়ে যান স্যান্দ্রো তোনালি। পা লাগিয়ে ফাঁকা পোস্টে জড়িয়ে দেন। এটা ছিল ইতালির জার্সি গায়ে তোনালির প্রথম গোল।

অবশ্য বিরতিতে যাওয়ার আগে ব্যবধান ২-০ হতে পারতো। কিন্তু আন্দ্রেয়া কাম্বিয়াসোর বাড়িয়ে দেওয়া বল পেয়ে বাধার মুখে গোল করতে পারেননি তোনালি।

আরো পড়ুন:

দ্বিতীয়ার্ধে অবশ্য বেলজিয়াম ভালো ফুটবল খেলেছে। আক্রমণের ধার বাড়িয়েছিল। কিন্তু গোলের ব্যবধান বাড়ানোর বেশি সুযোগ পেয়েছিল ইতালি। কিন্তু সেগুলো তারা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত তোনালির গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয় আর ইতালিকে কোয়ার্টার ফাইনালের টিকিট পাইয়ে দেয়।

এই হারে ছিটকে গেল বেলজিয়াম। তাদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়