ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

না জিতেও কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ১৫ নভেম্বর ২০২৪  
না জিতেও কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ইসরায়েলের বিপক্ষে গ্রুপপর্বের পঞ্চম ম্যাচ না জিতেও উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে তারা ঘরের মাঠে ইসরায়েলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। যা ১৯ বছর পর ইসরায়েলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির ঘটনা। এর আগে ২০০৫ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল ফ্রান্স।

এবার অবশ্য পয়েন্ট ভাগাভাগি করেও সমস্যা হয়নি দিদিয়ের দেশমের শিষ্যদের। এই ড্রয়ের পরও ৫ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে ‘এ২ গ্রুপে’ দ্বিতীয় স্থানে থেকে শেষ আটে নাম লিখিয়েছে। সমান ম্যাচ থেকে ১৩ পয়েন্ট সংগ্রহ করে ইতালি পয়েন্ট টেবিলের শীর্ষে আছে।

এদিন পুরো ম্যাচে প্রভাব বিস্তার করে খেলেও গোল পায়নি ফ্রান্স। ম্যাচের ৭০.৫ শতাংশ বলের দখল ছিল তাদের কাছে। তারা এদিন ২৪টি শট নিয়েছিল ইসরায়েলের গোলপোস্টের দিকে। তার মধ্যে ৮টি ছিল অন টার্গেটে। ইসরায়েল শট নিয়েছিল ৩টি, তার মাত্র একটি ছিল অন টার্গেটে। ফ্রান্স এদিন কর্নারও পেয়েছিল ৮টি। কিন্তু কেবল গোলটিই পায়নি তারা।

গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামী সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে ইতালির মুখোমুখি হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচে বড় ব্যবধানে জয় পেলে ফ্রান্সের সম্ভাবনা থাকবে ইতালিকে পেছনে ফেলে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়