মুশফিক-শান্তর বিকল্পের খোঁজে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ শুধু সিরিজ হারেনি, লম্বা সময়ের জন্য দলের দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তকেও হারিয়েছে। তাদের ছাড়াই ওয়েস্ট ইন্ডিজে দুই ম্যাচের টেস্ট খেলতে হবে লাল-সবুজের দলকে।
রোববার রাত ৮টা থেকে ক্যারিবীয়ানে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই প্রস্তুতি ম্যাচে টিম ম্যানেজমেন্টের সামনে শান্ত-মুশফিকের বিকল্প খোঁজার মিশন। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে প্রস্তুতির মঞ্চে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড একাদশ।
শান্তকে রেখে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু কুঁচকির চোটে শান্ত ছিটকে গেলে শেষ মুহুর্তে আনতে হয় পরিবর্তন। তার জায়গায় দলে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটার শাহাদাত হোসেন দিপু। মুশফিকের চোট আগেই ধরা পড়ায় ঘোষিত স্কোয়াডে তিনি ছিলেন না।
দিপুর সঙ্গে মাহিদুল ইসলাম অঙ্কন সবশেষে দলের সঙ্গে যোগ দেন। ভিসা পেতে বিলম্ব হওয়াতে তারা শুরুতে যেতে পারেননি। এর আগে ওয়ানডে দলে থাকা টেস্টের সদস্যরা দুবাই থেকে আর শুধু টেস্ট ক্রিকেটারারা বাংলাদেশ থেকে উইন্ডিজের পথে উড়াল দেন।
ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ সবশেষ খেলেছিল ২০২২ সালে। কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে সেবারও খেলেছিল প্রস্তুতি ম্যাচ। চার দিনের প্রস্তুতি ম্যাচের কথা থাকলেও আফগান সিরিজের জন্য এটি দুদিনে আসে। দিপু-অঙ্কনরা জাতীয় ক্রিকেট লিগে খেলে লাল বলের প্রস্তুতির মধ্যে ছিলেন।
অন্যদিকে তাসকিন আহমেদ, শরিফুল ইসলামসহ জাকের আলী অনিকদের এটা ফেরার মঞ্চ। তিন জনের কেউ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টেস্টে ছিলেন না। স্কোয়াডে ছিলেন না তাসকিন-শরিফুল। জাকের থাকলেও অনুশীলনে কনকাশন হয়ে ছিটকে পড়েন দল থেকে। তার পরিবর্তে অভিষেক হয় অঙ্কনের।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ২২ নভেম্বর শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। জ্যামাইকার স্যাবাইনা পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ৩০ নভেম্বর থেকে। টেস্ট সিরিজ শেষ হলে ৮ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একদিনের ক্রিকেটের সিরিজ শেষে ১৬ মার্চ থেকে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে লড়বে দুই দল।
ঢাকা/রিয়াদ/আমিনুল