ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

অনায়াস জয়ে গ্রুপসেরা স্পেন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ১৬ নভেম্বর ২০২৪  
অনায়াস জয়ে গ্রুপসেরা স্পেন

উয়েফা নেশন্স লিগের পঞ্চম ম্যাচেও জয় পেয়েছে স্পেন। শুক্রবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে তারা ২-১ গোলে হারিয়েছে ডেনমার্ককে। এই গোলে ৫ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে ‘এ৪’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে। আগেই তারা নিশ্চিত করেছিল কোয়ার্টার ফাইনাল। সমান ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে ডেনমার্ক আছে দ্বিতীয় স্থানে।

ডেনমার্কের মাঠে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় স্পেন। এ সময় আক্রমণে উঠে ডি বক্সের ডানদিক থেকে ভেতরে বল বাড়িয়ে দেন আয়োজ পেরেজ। সেটি পেয়ে খুব কাছ থেকে ডান পায়ের শটে জালে পাঠান মিকেল ওয়ারজাবাল। প্রথমার্ধে এই একটি গোলই হয়। 

বিরতির পর ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্পেন। এ সময় মাঝমাঠের একটু সামনে থেকে দানি ওলমোর বাড়িয়ে দেওয়া বল পেয়ে যান পেরেজ। তিনি ঢুকে পড়েন বক্সের মধ্যে। এরপর দূরের পোস্টকে লক্ষ্য করে নিশানাভেদ করেন। ডেনমার্কের গোলরক্ষক কিছুই করার সুযোগ পাননি।

আরো পড়ুন:

৮৪ মিনিটে অবশ্য ব্যবধান কমায় ডেনমার্ক। এ সময় স্পেনের রক্ষণভাগের খেলোয়াড় ব্যাকপাস দেন গোলরক্ষককে উদ্দেশ্য করে। সেটির নাগাল পেয়ে যান ডেনমার্কের গুস্তাভ ইসাকসেন। গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ভুল করেননি। তবে তার গোলটি হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউরো চ্যাম্পিয়নরা।

গ্রুপপর্বের শেষ ম্যাচে সোমবার দিবাগত রাতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। একইদিন শেষ ম্যাচে ডেনমার্ক লড়বে সার্বিয়ার বিপক্ষে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়