ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ব্রাজিলকে চারে ঠেলে দুইয়ে উরুগুয়ে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ১৬ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:১৬, ১৬ নভেম্বর ২০২৪
ব্রাজিলকে চারে ঠেলে দুইয়ে উরুগুয়ে

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আজ শনিবার (১৬ নভেম্বর) সকালে জয় পেয়েছে উরুগুয়ে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩-২ গোলে হারিয়েছে কলম্বিয়াকে। এই জয়ে ব্রাজিলকে চারে ঠেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে উরুগুয়ে। ১১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে কলম্বিয়া। ১৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে চতুর্থ স্থানে। আর ২২ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা আছে শীর্ষে।

এদিন ম্যাচের ৩১ মিনিটেই পিছিয়ে পড়ে উরুগুয়ে। এ সময় কলম্বিয়ার হুয়ান ফার্নান্দো কুইনতেরো গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কলম্বিয়া।

বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়ায় উরুগুয়ে। ৫৭ মিনিটে কলম্বিয়ার ডাভিনসন সানচেজ আত্মঘাতী গোল করে ম্যাচে সমতা আনেন। ৬০ মিনিটে রদ্রিগো আগুইরে গোল করে এগিয়ে নেন উরুগুয়েকে। অবশ্য যোগ করা সময়ে (৯০+৬) কলম্বিয়ার আন্দ্রেস গোমেজ সমতা ফেরান। কিন্তু ৯০+১১ মিনিটের মাথায় উরুগুয়ের ম্যানুয়েল উগার্তের গোলে ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

আরো পড়ুন:

পরের ম্যাচে বুধবার সকালে ব্রাজিলের মুখোমুখি হবে উরুগুয়ে। আর একইদিন ভোরে ইকুয়েডরের সঙ্গে লড়বে কলম্বিয়া।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়