নজর থাকবে স্থানীয় ক্রিকেটারদের ওপর: ফাহিম
গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে রংপুর রাইডার্স। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সসহ ৫টি দেশের ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। যেখানে পুরস্কার মূল্য রাখা হয়েছে ১ মিলিয়ন ডলার।
নয় স্থানীয় খেলোয়াড়দের ভিড়িয়ে রংপুর সাম্ভাব্য সেরা দল নিয়ে যাচ্ছে প্রতিযোগিতায়। জাতীয় দলের একাধিক ক্রিকেটার রয়েছে স্কোয়াড। আছে বাইরের ক্রিকেটারও।
কাজী নুরুল হাসান সোহান এই দলকে নেতৃত্ব দেবেন। সৌম্য সরকার, আফিফ হোসেন, মাহেদী হাসান, সাইফ উদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেনরা আছেন স্কোয়াডে।
এই দল নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, ‘এটা খুব ভিন্ন ধরনের একটা ঘটনা। বাংলাদেশের একটা দল গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে, এমনটা আগে কখনও হয়নি। এটা একটা নতুন উচ্চতায় নিয়ে যাবে আমাদের ক্রিকেটকে। রংপুর রাইডার্সকে অভিনন্দন। তারা এই মুহূর্তে যতগুলো দল ছিল, তাদের মধ্যে সেরা দল হিসেবেই এখানে যাচ্ছে। একটা পরীক্ষিত খেলোয়াড়দের নিয়ে, সংগঠিত একটা দল নিয়ে তারা যাচ্ছে। আমরা আশা করবো তারা ওখানে ভালো করবে।’
‘শুধু ভালো করাই না, এটা একটা অভিজ্ঞতা কিন্তু আমাদের অনেক জাতীয় দলের খেলোয়াড় এর মধ্যে যাচ্ছে। সবার জন্যই এটা একটা অভিজ্ঞতা হবে। রংপুর রাইডার্স শুধু তাদের প্রতিনিধিত্ব করছে তা না, তারা বিসিবিকে কিংবা তার চেয়েও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে এই টুর্নামেন্টে। আমি আশা করবো তারা তাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করবে। আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে।’
বিদেশি ক্রিকেটারদের মধ্যে রংপুর স্টিভেন টেইলর, খুশদীল শাহ, ম্যাথু ফোর্ডে, হারমীত সিং, ওয়াইন মাডসেন ও জ্যাক চাপেলকে দলে নিয়েছে।
স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্সে নির্বাচক, বিসিবির নজর থাকবে জানালেন নাজমুল আবেদীন, ‘এখানে জাতীয় দলের অনেক খেলোয়াড়রা আছে, অনেক উঠতি খেলোয়াড়রা আছে। ওখানে ভালো খেলা মানে, ব্যক্তিগতভাবে একজন খেলোয়াড় নিজেকে এস্টাবলিশ করতে পারলো, ওখানে ভালো খেলা মানে বাংলাদেশ সম্পর্কে ধারণা কর আরেকটু উঁচুতে তুলে ধরা। বিরুদ্ধ কন্ডিশন, ঘরের মাঠে পারফর্ম করা এক জিনিস। বাইরে পারফর্ম করা আরেক জিনিস। ওখানে যদি কেউ ভালো পারফর্ম করে, নির্বাচকদের অবশ্যই নজরে থাকবে। সেটা অবশ্যই, ক্রিকেট বোর্ড তো নজরে রাখবেই, বিশেষ করে নির্বাচকরা।’
আগামীকাল থেকে ভাগে ভাগে ক্রিকেটাররা গায়ানার উদ্দেশ্যে রওনা হবেন। যাদের যুক্তরাষ্ট্রের ভিসা আছে তারা যুক্তরাষ্ট্র গিয়ে গায়ানা পৌঁছাবেন। যাদের যুক্তরাজ্যের ভিসা আছে তারা যাবেন যুক্তরাজ্য হয়ে।
ঢাকা/ইয়াসিন/সাইফ