গ্লোবাল সুপার লিগ: রংপুরে এবার পাকিস্তানি অলরাউন্ডার
আসন্ন গ্লোবাল সুপার লিগে বাংলাদেশ থেকে একমাত্র দল হিসেবে প্রতিনিধিত্ব করবে রংপুর রাইডার্স। এই ফ্র্যাঞ্চাইজিতে পাঁচ বিদেশির সঙ্গে এবার যুক্ত হলেন পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তামিম। শনিবার (১৬ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পূর্বঘোষিত সংবাদ সম্মেলনে খুশদিলের নাম ঘোষণা করেন তিনি।
‘টুর্নামেন্টে ১৪ জনের স্কোয়াডের নিয়ম ছিল। অতিরিক্ত যদি থাকে সেটা আমাদের দায়িত্ব, আমরা করবো নাকি। আপনারা দেখেছেন আমাদের পাঁচজন বিদেশি ক্রিকেটার কে ছিল। আমাদের রংপুর রাইডার্সে বিপিএলেও খেলবেন এবং গ্লোবালেও জয়েন করবেন পাকিস্তান (অলরাউন্ডার) খুশদিল শাহ।’
খুশদিল এর আগে বিপিএলে খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। বিপিএলের ১১তম আসরে নেই কুমিল্লা। বিপিএলে খুশদিল ব্যাট হাতে ১৭ ম্যাচে ৩০.৪০ গড়ে ৩০৪ রান করেছেন। আর বল হাতে নিয়েছেন ১০ উইকেট।
রংপুরের বাকি পাঁচ বিদেশি হলেন স্টিভেন টেলর (যুক্তরাষ্ট্র), ম্যাথু ফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), হারমিত সিং (যুক্তরাষ্ট্র) ওয়েন ম্যাডসেন (ইংল্যান্ড) ও জ্যাক চ্যাপেল (ইংল্যান্ড)।
আর দেশিদের মধ্যে আছেন নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান, সাইফউদ্দিন, আফিফ হোসেন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি ও কামরুল ইসলাম।
নভেম্বরের ২৬ থেকে ডিসেম্বরের ৭ তারিখ পর্যন্ত ক্যারিবিয়ানে চলবে গ্লোবাল সুপার লিগ। গায়ানায় ২৮ নভেম্বর রংপুরের প্রথম প্রতিপক্ষ হ্যাম্পশায়ার। বাকি দুই ম্যাচ ১ ও ৫ ডিসেম্বর, প্রতিপক্ষ ভিক্টোরিয়া ও অ্যামাজন।
ঢাকা/রিয়াদ/এনএইচ