হোল্ডারকে ছাড়া বাংলাদেশকে আতিথেয়তা দেবে ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের জন্য সুসংবাদ। ওয়েস্ট ইন্ডিজের পেস অলরাউন্ডার জেসন হোল্ডার দুই টেস্টে নেই। কাঁধের চোটের কারণে ছিটকে গেছেন। তবে হোল্ডার বাদেও শক্তিশালী পেস আক্রমণ নিয়ে বাংলাদেশকে আতিথেয়তা দেবে তারা। অভিজ্ঞ কেমার রোচ, দীর্ঘদেহী আলজারি জোসেফ, প্রতিশ্রুতিশীল শামার জোসেফ, অ্যান্ডারসন ও জেডেন সিলসেল মতো বিপজ্জনক পেসারকে নিয়ে স্কোয়াড সাজিয়েছে স্বাগতিকরা। এই পাঁচ বিশেষজ্ঞ পেসার ছাড়াও দলে ফেরানো হয়েছে পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভসকে।
ক্রেইগ ব্র্যাথওয়েট এই দলকে নেতৃত্ব দেবেন। গত আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই স্কোয়াড থেকে চারটি পরিবর্তন এনেছে ক্যারিবীয়ানরা। স্পিনার কেভিন সিনক্লেয়ার ও ব্রাইন চার্লস দলে ফিরেছেন। ব্যাটিং লাইন আপে তেমন পরিবর্তন নেই। সাম্প্রতিক সময়ের নিয়মিতরাই আছেন দলে।
আগামী ২২ নভেম্বর অ্যান্টিগা টেস্ট দিয়ে শুরু দুই ম্যাচের সিরিজ। দ্বিতীয় টেস্ট কিংস্টনে, শুরু ৩০ নভেম্বর। এই ম্যাচ দিয়ে তিন বছরের বেশি সময় পর টেস্ট ক্রিকেট ফিরবে সাবিনা পার্কে।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল:
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিন ইমলাখ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুই, অ্যান্ডারসন ফিলিপ, কেমার কোচ, জেডেন সিলস, কেভিন সিনক্লেয়ার ও জোমেল ওয়ারিক্যান।
ঢাকা/ইয়াসিন/আমিনুল