ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ইমরুলের বিদায়ী সংবর্ধনায় বিসিবির ‘বড় পরিকল্পনা’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ১৬ নভেম্বর ২০২৪   আপডেট: ১৯:৪২, ১৬ নভেম্বর ২০২৪
ইমরুলের বিদায়ী সংবর্ধনায় বিসিবির ‘বড় পরিকল্পনা’

হোম অব ক্রিকেটে ইমরুল কায়েস সকালে পেয়েছেন ক্রিকেটারদের ‘গার্ড অব অনার’। সংবর্বধনা দিয়েছে নিজের বিভাগ খুলনা ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। পাশে পেয়েছেন দুই সতীর্থ মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবালকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তাকে আয়োজনের মাধ্যমে বিদায় দেওয়ার পরিকল্পনা করেছে।

বিকেল নাগাদ খেলা শেষ হতে ইমরুলর জন্য অপেক্ষায় থাকে গণমাধ্যমগুলো। টেস্ট ক্রিকেটসহ প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানানো নিয়ে অনুরোধ করা হয় কথা বলার। পাল্টা অনুরোধে ইমরুল জানান তিনি কথা বলতে চান, জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ড শেষে।

স্বপক্ষে যুক্তিও আছে তার। শের-ই-বাংলার ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে ইমরুল রাইজিংবিডিকে বলেন, ‘এখন কথা না বলি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো সংবর্ধনা দেয়নি। ম্যাচ শেষে বড় আকারে সংবর্ধনা দেবে।’

আরো পড়ুন:

তিন দিন আগে ক্রিকেটের অভিজাত সংস্করণ থেকে নিজের ক্যারিয়ারের ইতি টেনেছেন। শেষবারের মতো প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন মিরপুরে। ১৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে লাল বলের ক্যারিয়ারের ইতি ঘটবে ইমরুলের। এ জন্য ক্রিকেট বোর্ডও বড় আকারে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে।

মিরপুরে আজ শনিবার (১৬ নভেম্বর) এনসিএলের পঞ্চম রাউন্ডের প্রথম দিন ইমরুলের সঙ্গে দেখা করেছেন বিসিবির নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু। তিনি ইমরুলকে জানিয়েছেন বিসিবির পরিকল্পনার কথা।

রাইজিংবিডিকে লিপু বলেন, ‘আমি ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কারণ, আজকে ওর শেষ খেলা। শেষ দিনে আমি থাকতে পারবো না, ওয়েস্ট ইন্ডিজে চলে যাবো কালকে। বাংলাদেশ ক্রিকেটে অবদানের জন্য তাকে আমার কৃতজ্ঞতা জানালাম। ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটা আয়োজন থাকবে তার জন্য।’

ইমরুলের শেষ দিনে না থাকতে পারার জন্য আফসোসে পুড়ছেন প্রধান নির্বাচক। তবে নির্বাচক প্যানেলের অন্য সদস্য আব্দুর রাজ্জাক থাকতে পারেন বলেও জানিয়েছেন লিপু। এ ছাড়া বিদায়ী সংবর্ধনায় বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদসহ উপস্থিথ থাকবেন পরিচালকরা।

আয়োজন নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে যোগাযোগ করলে রাইজিংবিডিকে তিনি বলেন, ‘পরিকল্পনা হচ্ছে। আমাকে এখনো ব্রিফ করা হয়নি কী আয়োজন হচ্ছে। শিগগিরই জানা যাবে।’

এর আগে ভিডিও বার্তায় ইমরুল অবসর নিয়ে বলেছেন, ‘আমি আগামী ১৬ নভেম্বর (শনিবার) আমার টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি এবং সেই সঙ্গে আমি আমার প্রথম শ্রেণির ক্যারিয়ারেরও সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। এটি আমার জীবনের, (ক্যারিয়ারের) ১৭ বছরের সবচেয়ে কঠিন ও আবেগের একটি মুহূর্ত।’

সেই হিসেবে আজ থেকে শুরু হয়েছে ইমরুলের শেষের শুরু। আর বাকি তিন দিন। ঢাকার বিপক্ষে খুলনার ম্যাচটি চারদিন না গড়ালে আরও আগেই হয়ে যাবে শেষ। প্রথম দিন প্রথম ইনিংসে ঢাকার বিপক্ষে সুবিধা করতে পারেননি ইমরুল, সুবিধা করতে পারেনি তার দল খুলনাও। ইমরুলের ব্যাট থেকে আসে ১৬ রান। দল অলআউট হয় ১৭২ রানে। বিপরীতে প্রথম ইনিংস খেলতে নেমে ৫৮ রান তুলতে ৩ উইকেট হারিয়ে ফেলে ঢাকা। আলোকস্বল্পতার জন্য দিনের খেলা শেষ হয় আগে। এখনো হাতে আছে দ্বিতীয় ইনিংস, ইমরুল কি পারবেন শেষটা ব্যাট হাতে রাঙিয়ে তুলতে?

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়