রেকর্ড গড়া জয়ে ওয়েস্ট ইন্ডিজের সান্ত্বনা
প্রথম তিন ম্যাচ হেরে আগেই সিরিজ হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু চতুর্থটিতে রেকর্ড রান তাড়া করে জিতে সান্ত্বনা পেয়েছে তারা।
ড্যারেন স্যামি স্টেডিয়ামে ইংল্যান্ড আগে ব্যাট করে ৫ উইকেটে ২১৮ রান তোলে। যা এই স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বোচ্চ রান। এর আগে এই মাঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ২১৮ রান তুলেছিল আফগানিস্তান।
কিন্তু জবাব দিতে নেমে এভিন লুইস ও শেই হোপের তাণ্ডবে ৯ ওভারেই ১৩৬ রান তোলে উইন্ডিজ। এরপর অবশ্য ৫টি উইকেট হারালেও ১৯ ওভারে ২২১ রান তুলে জয় নিশ্চিত করে। যা ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে পাওয়া জয়।
লুইস ৩১ বলে ৪টি চার ও ৭ ছক্কায় ৬৮ রান করেন। হোপ ২৪ বলে ৭টি চার ও ৩ ছক্কায় করেন ৫৪ রান। এছাড়া রোভম্যান পাওয়েল ২ চার ও ৩ ছক্কায় ৩৮ এবং শেরফেন রাদারফোর্ড ১৭ বলে ৩ ছক্কায় ২৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন।
বল হাতে ইংল্যান্ডের রেহান আহমেদ ৪ ওভারে ৪৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। ১টি উইকেট নেন জন টার্নার।
তার আগে ইংল্যান্ডের ইনিংসে জ্যাকব বেথেল ৩২ বলে ৪টি চার ও ৫ ছক্কায় অপরাজিত ৬২ রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ পাইয়ে দেন। ফিল সল্ট ৩৫ বলে ৫টি চার ও ৪ ছক্কায় করেন ৫৫ রান। এছাড়া জস বাটলার ২ চার ও ৩ ছক্কায় ৩৮, উইল জ্যাকস ১২ বলে ১ চার ও ২ ছক্কায় ২৫ এবং স্যাম কারান ১৩ বলে ২ ছক্কায় করেন ২৪ রান।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের গুদাকেশ মোতি ৪ ওভারে ৪০ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন আলজারি জোসেফ ও রোস্টন চেজ।
ম্যাচসেরা হন শেই হোপ। সোমবার দিবাগত রাতে একই স্টেডিয়ামে পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।
ঢাকা/আমিনুল