ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

পার্থে প্রথম টেস্ট খেলা হচ্ছে না গিলের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ১৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:১১, ১৭ নভেম্বর ২০২৪
পার্থে প্রথম টেস্ট খেলা হচ্ছে না গিলের

শুক্রবার (২২ নভেম্বর) থেকে পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট। ইনজুরির কারণে এই সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন শুভমান গিল। অনুশীলন ম্যাচে স্লিপে নিচু একটা ক্যাচ ধরতে গিয়ে তার বুড়ো আঙ্গুলে চোট পান।

আজ শনিবার (১৭ নভেম্বর) জানা যায় তার আঙ্গুলে চিড় ধরেছে। সেরে উঠতে কিছুটা সময় লাগবে। দ্বিতীয় টেস্টের আগেই সেরে উঠবেন তিনি। সেক্ষেত্রে ৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া অ্যাডিলেড টেস্টে খেলতে পারবেন গিল।

এখন গিলের জায়গা কাকে খেলানো হবে সেটা নিয়ে গলদঘর্ম হতে হবে ভারতকে। তার পাশাপাশি রোহিত শর্মা প্রথম টেস্ট খেলতে পারবেন কিনা সেটাও এখন নিশ্চিত নয় ভারত। কারণ, ভারতের অধিনায়ক দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন ২২ নভেম্বর।

আরো পড়ুন:

রোহিত ও গিলের পরিবর্তে ভারতকে যেমন ওপেনিংয়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গী খুঁজতে হবে, তেমনি তিনে কে খেলবেন সেটাও বাছতে হবে। পাশাপাশি ৬ নম্বরে কে খেলবেন সেটাও নির্ধারণ করতে হবে।

টপ অর্ডারের ক্ষেত্রে ভারতের হাতে আছেন লোকেশ রাহুল ও অভিমন্যু ইশ্বরন। ভারত ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে খেলা দেবদূত পাড্ডিকালও আছেন দলে। অস্ট্রেলিয়া ও ভারত ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় চারদিনের ম্যাচে রাহুল ইনিংসের গোড়াপত্তন করেছিলেন।

অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে অস্ট্রেলিয়ায় গিয়েছেন অভিমন্যু। লাল বলের ক্রিকেটে চার ম্যাচে তিনি চারটি সেঞ্চুরি করেছেন। কিন্তু অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে হাসেনি তার ব্যাট। যেখানে তিনি ০, ১৭, ৭ ও ১২ রান করেছিলেন। যে চারবার আউট হয়েছেন তার মধ্যে তিনবারই পেস বোলারদের বোলিংয়ে আউট হয়েছেন। দুইবার এজ হয়ে আউট হয়েছেন। একবার বাউন্সারে। আরেকবার হয়েছেন রান আউট।

এখন দেখার বিষয় প্রথম টেস্টে কেমন একাদশ নিয়ে মাঠে নামে ভারত।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়