কাজী সালাউদ্দিন নারী ফুটবলের ‘মাস্টারমাইন্ড’: কিরণ
সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ট্রফি অর্জনের দুই সপ্তাহ পেরিয়েছে। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের এই দিনগুলো কেটেছে উৎসব, আনন্দ আর সংবর্ধনায়। এবার সাবিনা খাতুন-সানজিদা আক্তারদের সঙ্গে উৎসবে শামিল হয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি।
রোববার (১৭) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে মেয়েদের সংবর্ধনা দেয় ওয়ালটন। এ সময় নারী ফুটবলারসহ মোট ৩২ জনকে একটি করে ফ্রিজ উপহার দেওয়া হয়। তারা নিজ বাড়ির নিকটস্থ ওয়ালটন প্লাজা থেকে এই ফ্রিজ গ্রহণ করতে পারবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবলের সুদিনের কথা বলতে গিয়ে বাফুফে নারী বিভাগের চেয়ারম্যান প্রশংসায় ভাসিয়েছেন সাবেক প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনকে। শুধু তাই নয় তাকে দেশের মহিলা ফুটবলের ‘মাস্টার মাইন্ড’ হিসেবেও আখ্যা দিয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে সালাউদ্দিনকে স্মরণকে কিরণ বলেন ‘‘আরেকজনকে আমার ধন্যবাদ না জানালেই নয়, যিনি না থাকলে আজকে মহিলা ফুটবল অবস্থায় আসতো না। আজকে আমরা মেয়েদের সংবর্ধনা দিতে পারতাম না, আজকের এই দিনটিও আমরা বাংলাদেশের মানুষ দেখতাম না। তিনি আর কেউ নন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। যার ডেডিকেশন, যার পরিশ্রম, যার দূরদর্শিতার কারণে আমরা এখানে আসতে পেরেছি।’’
‘‘কাজী সালাউদ্দিনের মতো প্রেসিডেন্ট যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে না থাকতো আজকে মহিলা ফুটবলের এই দিনটি আমরা দেখতাম না। উনি হচ্ছেন মাস্টার মাইন্ড।’’
‘‘বাংলাদেশে অনেক ফুটবল বোদ্ধা আছে কিন্তু কাজী সালাউদ্দিন হচ্ছেন সেরা। আমরা সৌভাগ্যবান যে তার মতো একজন প্রেসিডেন্ট পেয়েছিলাম’’ -আরও যোগ করেন বাফুফের নির্বাহী কমিটির এই সদস্য।
২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত টানা ষোলো বছর রেকর্ড চার মেয়াদে সালাউদ্দিন ছিলেন বাফুফের প্রেসিডেন্ট। শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে তার ভাগ্যের চাকাও যেন থেমে যায়। শেষ পর্যন্ত দাঁড়াননি নির্বাচনে। তিন সপ্তাহ আগে রেকর্ড ৯৬ দশমিক ০৬ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন তাবিথ আউয়াল।
কিরণের বিশ্বাস নতুন প্রেসিডেন্ট তাবিথও এগিয়ে নেবেন নারী ফুটবলকে, ‘‘আমি ধন্যবাদ জানাতে চাই বর্তমান প্রেসিডেন্ট তাবিথ আউয়ালকে। তারও মেয়েদের ফুটবলের প্রতি ভালোবাসা ও ডেডিকেশন আছে, আমার বিশ্বাস তাবিথ আউয়ালও শতভাগ ডেডিকেশন নিয়ে মেয়েদের পাশে থাকবেন। আগামী দিনগুলোতে আমরা একইভাবে এগিয়ে যাব।’’
এদিন মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের ঘোষণা দেন কিরণ। গত বছর যেটি অনুষ্ঠিত হয়নি স্পন্সরের অভাবে। এর আগে কে স্পোর্টসের স্বতাধিকারী ফাহাদ করিম জমকালো আয়োজনের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি লিগের ঘোষণা দেয়। ফাহাদ এবার বাফুফেতে এসেছেন সহ-সভাপতি হয়ে।
কিরণ বলেন, ‘‘গত বছর ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করার কথা ছিল। তবে স্পন্সর জটিলতায় লিগটি আয়োজন করা সম্ভব হয়নি। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। ফাহাদ করিম ভাই বাফুফের নির্বাহী কমিটিতে আছেন। এছাড়া মার্কেটিং বিভাগের দায়িত্বেও তিনি আছেন। এবার দ্রুত সময়ের মধ্যেই আমরা ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের বিষয়ে কথা বলেছি। আশা করি দ্রুত সময়ের মধ্যেই লিগ আয়োজন করা সম্ভব হবে।’’
ঢাকা/রিয়াদ/আমিনুল