ঢাকা     সোমবার   ১৮ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩ ১৪৩১

প্রস্তুতি ম‌্যাচে লিটন-জাকের-মাহিদুলের ব‌্যাটে রান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ১৮ নভেম্বর ২০২৪   আপডেট: ০৮:২১, ১৮ নভেম্বর ২০২৪
প্রস্তুতি ম‌্যাচে লিটন-জাকের-মাহিদুলের ব‌্যাটে রান

ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম‌্যাচে টপ অর্ডার ব‌্যাটসম‌্যানরা ভালো কিছু করতে না পারলেও মিডল অর্ডারে রান পেয়েছেন লিটন দাস, জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন।

দৃষ্টিনন্দন ব‌্যাটিংয়ে তারা নিজেদের প্রস্তুতি সেরেছেন। অন‌্যদিকে টপ অর্ডার ব‌্যাটসম‌্যানরা সুযোগ থাকা সত্ত্বেও পারেননি ভালো কিছু করতে। দুদিনের প্রস্তুতি ম‌্যাচের প্রথম দিনে গতকাল আগে ব‌্যাটিংয়ের সুযোগ পায় বাংলাদেশ। ম‌্যাচটি হচ্ছে অ‌্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ড মাঠে।

লিটন ৩১, জাকের সর্বোচ্চ ৪৮ এবং মাহিদুল ৪১ রান করে রিটায়ার্ট হার্ট হন। ব‌্যাটিংয়ে যতটুকু প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল সেটা ঠিকঠাক করায় বাকিদের সুযোগ দিয়েছেন তারা। জাকের ১১০ বল খেলে ৪ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৮ রান করেন। উইকেটে সবচেয়ে বেশি সময় তিনিই কাটিয়েছেন। এরপর মাহিদুল ইসলাম। ৮৭ বলে ৪১ রান করেন সমান ৪ চার ও ১ ছক্কায়।  

এর আগে নতুন বলে দুই ওপেনার বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। মাহমুদুল হাসান জয় ষষ্ঠ ওভারে ও জাকির হাসান দশম ওভারে ফেরেন প‌্যাভিলিয়নে। ১৯ বলে ৮ রান করে জয় লুইসের বলে জনসনের হাতে ক‌্যাচ দেন। জাকির ৩৪ বলে ১৫ রানে ম্যাকঅ্যালিস্টার বলে গ্রেভসের তালুবন্দি হন।

তিনে নেমে মুমিনুল হক দ্রুত রান তোলেন। চার বাউন্ডারি হাঁকান বাঁহাতি ব‌্যাটসম‌্যান। তবে সাবেক অধিনায়কও পারেননি ইনিংস লম্বা করতে। মধ‌্যাহ্ন বিরতির আগে দলের রান যখন ১০১ তখন এডওয়ার্ডের বলে আউট হন।

এর আগে শান্তর পরিবর্তে সুযোগ পাওয়া শাহাদাত হোসেন দিপুও বড় ইনিংসের সুযোগ হাতছাড়া করেছেন। ডানহাতি মিডল অর্ডার ব‌্যাটসম‌্যানের ইনিংস ৩০ বলে ২৫ রানে থেমে যায়।

লিটন পাঁচে ব‌্যাটিংয়ে আসার পর বাংলাদেশের ইনিংস আলো পায়। ডানহাতি ব‌্যাটসম‌্যান ৪ চার ও ১ ছক্কায় স্বাগতিক বোলারদের চাপে রাখেন। কিন্তু ৩১ রানে রিটায়ার্ট হার্ট হয়ে মাঠ ছাড়েন উইকেট রক্ষক ব‌্যাটসম‌্যান।

সেখান থেকে জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন নিজেদের প্রস্তুতি বেশ ভালোভাবে সারেন। দুজনই উইকেটে গিয়ে দারুণ সময় কাটান। সময় বুঝে তুলে নেন বাউন্ডারি। চার-ছক্কার সঙ্গে সিঙ্গেলস ও ডাবলসে এগিয়ে যায় তাদের রান।

শান্তর অনুপস্থিতিতে অধিনায়কত্বের সুযোগ পাওয়া মেহেদী হাসান মিরাজের ইনিংস থেমে যায় ১১ রানে। এছাড়া তাইজুল ১৫, হাসান মাহমুদ শূন‌্য এবং তাসকিন ৭ রান করেন। সব মিলিয়ে ৭ উইকেটে ২৫৩ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

পড়ন্ত বিকেলে বাংলাদেশ বোলিংয়েরও সুযোগ পেয়েছিল। ২ ওভার হাত ঘুরিয়ে ১টি সাফল‌্যও মিলেছে। হাসান মাহমুদের বলে ক্রেইগ ব্র‌্যাথওয়েট জাকেরের হাতে ক‌্যাচ দেন শূন‌্য রানে। ৫ রান ‍তুলতে ১ উইকেট হারিয়েছে স্বাগতিক দল। এখনো তারা ২৪৮ রানে পিছিয়ে।

ঢাকা/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়