ঢাকা     সোমবার   ১৮ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩ ১৪৩১

বড় জয়ে নেশন্স লিগের ‘টপ টায়ারে’ ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ১৮ নভেম্বর ২০২৪   আপডেট: ১৫:৪৪, ১৮ নভেম্বর ২০২৪
বড় জয়ে নেশন্স লিগের ‘টপ টায়ারে’ ইংল্যান্ড

উয়েফা নেশন্স লিগের টপ টায়ার বলা হয় ‘এ’ লিগকে। যেখানে চারটি গ্রুপে মোট ১৬টি দল সুযোগ পায়। যারা ভালো করে তারা চলে যায় কোয়ার্টার ফাইনালে। যারা খারাপ করে তাদের অবনমন হয় নিচের লিগে।

অন্যদিকে ‘বি’ লিগে যারা ভালো করে তাদের টপ টায়ারে তথা ‘এ’ লিগে উন্নতি হয়। রোববার (১৭ নভেম্বর) রাতে ‘বি’ লিগে গ্রুপ ‘বি২’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ‘এ’ লিগে উন্নীত হয়েছে ২০২৪ ইউরোর রানার্স-আপ ইংল্যান্ড। এ যাত্রায় তারা আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। এই জয়ে ৬ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে ‘বি২’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়।

ভারপ্রাপ্ত কোচ লি’র শেষ ম্যাচে এদিন প্রথমবার গোল পেয়েছেন অ্যান্থনি গর্ডন (৫৫ মি.), কনোর গালাগহার (৫৮ মি.), জ্যারোড বোয়েন (৭৬ মি.) ও টেইলর হারউড-বেলিস (৭৯ মি.)। পেনাল্টি থেকে আরেকটি গোল করেছেন হ্যারি কেন ৫৩ মিনিটে। তাতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫-০ গোলের জয় নিশ্চিত হয় থ্রি লায়ন্সদের।

আরো পড়ুন:

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়