ঢাকা     সোমবার   ১৮ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৪ ১৪৩১

পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের দল ঘোষণা, নতুন মুখ ৩

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ১৮ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:২৪, ১৮ নভেম্বর ২০২৪
পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের দল ঘোষণা, নতুন মুখ ৩

রোববার থেকে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে জিম্বাবুয়ের। এই সিরিজকে সামনে রেখে আজ সোমবার রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। দলে নতুন মুখ আছেন তিনজন। তারা হলেন- ট্রেভর গোয়ান্ডু, তাশিঙ্গা মুসেকিওয়া ও টিনোতেন্ডা মাপোসা।

অবশ্য গোয়ান্ডু ও মুসেকিওয়া এর আগে জিম্বাবুয়ের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন। পেসার মাপোসা আছেন অভিষেকের অপেক্ষায়। যদিও এ পর্যন্ত তিনি মাত্র তিনটি লিস্ট-‘এ’ ম্যাচ খেলেছেন। ৬.২৯ ইকোনোমিতে উইকেট নিয়েছেন চারটি।

যথারীতি ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগ্রাভা ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের পেস আক্রমণের নেতৃত্ব দিবেন।

আরো পড়ুন:

ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ মিস করা শন উইলিয়ামস অবশ্য এবার ফিরেছেন ওয়ানডে দলে। তিনি সবশেষ ২০২৩ সালের জুলাইতে খেলেছিলেন একদিনের ক্রিকেট। এবার অবশ্য টি-টোয়েন্টি দলে রাখা হয়নি তাকে। টি-টোয়েন্টি দলে রাখা হয়নি ওয়ানডে অধিনায়ক ক্রেইগ আরভিনকেও।

এদিকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের উপ-আঞ্চলিক বাছাইপর্বে যে দল নিয়ে খেলেছিল জিম্বাবুয়ে, পাকিস্তানের বিপক্ষের সিরিজে সেটাতে কোনো পরিবর্তন আনা হয়নি। বিশ্বকাপ বাছাইপর্বে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছিল স্প্রিং বকরা।

রোববার বুলাওয়েতে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ২৬ ও ২৮ নভেম্বর একই ভেন্যুতে হবে বাকি দুই ম্যাচ।

এরপর বুলাওয়েতেই ১ ডিসেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ০৩ ও ০৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ।

পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াড: 
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, জয়লর্ড গাম্বি, ট্রেভর গোয়ান্ডু, ক্লাইভ মাদান্ডে, টিনোতেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ব্র্যান্ডন মাভুতা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগ্রাভা, সিকান্দার রাজা ও শন উইলিয়ামস।

পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড: 
সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ট্রেভর গোয়ান্ডু, ক্লাইভ মাদান্ডে, ওয়েসলি মাধেভেরে, টিনোতেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্র্যান্ডন মাভুতা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স ও রিচার্ড এনগ্রাভা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়