ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

উয়েফা নেশন্স লিগ

রোমাঞ্চের ম্যাচে শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডকে হারালো স্পেন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ১৯ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:৫২, ১৯ নভেম্বর ২০২৪
রোমাঞ্চের ম্যাচে শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডকে হারালো স্পেন

জয়সূচক গোলের পর জারাগোজার উল্লাস।

ইউরোপের ফুটবল মানেই রোমাঞ্চ আর উত্তেজনায় ঠাসা। উয়েফা নেশন্স লিগের ম্যাচে আরেকবার রোমাঞ্চের চূড়ান্ত রূপ দেখালো স্পেন ও সুইজারল্যান্ড। গ্রুপ পর্বের লড়াইয়ে স্পেন দুই দফায় এগিয়ে যাওয়ার পর পাল্টা লড়াইয়ে সমতায় ফেরে সুইজারল্যান্ড। সেই লড়াই জারি থাকে ম্যাচের অন্তিম সময় পর্যন্ত। শেষ মুহূর্তের গোলে ৩-২ গোলের নাটকীয় জয় পায় স্প্যানিশরা।

সোমবার (১৮ নভেম্বর) প্রথমার্ধে ইয়েরিমো পিনোর গোলে এগিয়ে যায় স্পেন। এরপর দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান জোয়েল মন্তেরো। এরপর লুইস দে লা ফুয়েন্তের দলকে ফের লিড এনে দেন ব্রায়ান হিল। শেষ দিকে আন্দি জেকিরি পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরালেও আরেক পেনাল্টিতে সুইসদের থেকে তিন পয়েন্ট কেড়ে নেন ব্রায়ান জারাগোজা।

ম্যাচের শুরু থেকেই ছন্দময় ফুটবলে পজিশন ধরে রাখে স্পেন। তবে সেই তুলনায় আক্রমণে তেমন নৈপুণ্য দেখাতে পারেনি ফুয়েন্তের শিষ্যরা। স্পেন এগিয়ে যায় আচমকা দারুণ এক গোলে। আলভারো মোরাতার ফাউলের জেরে পেনাল্টি পায় স্পেন। পেদ্রির স্পট কিক ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি সুইস গোলরক্ষক। এরপর নিকো উইলিয়ামসের ভলি ব্যর্থ হওয়ার পর পাল্টা ভলিতে জাল খুঁজে নেন পিনো।

আরো পড়ুন:

দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে সমতায় ফেরে সুইজারল্যান্ড। সতীর্থের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ডান দিক দিয়ে প্রতিপক্ষের দুই জনের বাধা এড়িয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন মন্তেরো। ৬৮তম মিনিটেই অবশ্য ফের ব্যবধান বাড়ায় স্পেন। প্রতিপক্ষের একজনের থেকে বল কেড়ে নিয়ে গোলটি করেন হিল।

এরপর ৮৫তম মিনিটে পেনাল্টি থেকে স্কোরলাইন ২-২ করেন জেকিরি। ফাবিয়ান রুইসের ফাউলের বদৌলতে পাওয়া পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন তিনি। তবে নির্ধারিত সময়ের শেষেও রোমাঞ্চ বাকি ছিল। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টি পায় স্পেন। সফল স্পট-কিকে জয়সূচক গোল করেন জারাগোজা। 

এই জয়ে নিজেদের শক্তিমত্তা যাচাই করে নিলো স্পেন। গ্রুপ সেরা হয়ে স্পেনের কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত হয়েছিল আগেই। পাঁচ জয় ও এক ড্রতে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপে তাদের পয়েন্ট হলো ১৬।

একই সময়ে আরেক ম্যাচে সার্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ আটে উঠেছে ডেনমার্ক। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ৮। আর স্পেনের কাছে হেরে ২ পয়েন্ট নিয়ে তলানিতে সুইজারল্যান্ড।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়