ঢাকা     মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৪ ১৪৩১

৯ বছর পর ঘরের মাঠের আসরে ‘পরবাসী’ চাঁদ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ১৯ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:২৭, ১৯ নভেম্বর ২০২৪
৯ বছর পর ঘরের মাঠের আসরে ‘পরবাসী’ চাঁদ

যুক্তরাষ্ট্রের ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার উন্মুক্ত চাঁদ।

জন্ম ভারতে, বেড়া ওঠা ভারতের অলিগলিতে, যুব বিশ্বকাপও জিতেছেন ভারতের হয়েই। অথচ জন্মভূমির ফ্র্যাঞ্চাইজি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে উন্মুক্ত চাঁদের নামের পাশে শোভা পাচ্ছে বিদেশী ক্রিকেটারের তকমা! ৯ বছর পর ঘরের মাঠের লিগে ‘পরবাসী’ চাঁদ! 

বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন চাঁদ। সেই দেশের নাগরিকত্বও গ্রহণ করেছেন। সেই হিসেবে আইপিএলের আসন্ন আসরের নিলামেও যুক্তরাষ্ট্রের ক্রিকেটার হিসেবেই নিবন্ধন করেছেন এই ডানহাতি ব্যাটার। দল পেলে বিদেশী ক্রিকেটার হিসেবেই খেলবেন যুব বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেওয়া চাঁদ।

চাঁদের আইপিএলে অভিষেক হয় ২০১১ সালে, মাত্র ১৮ বছর বয়সে। সর্বশেষ আইপিএল খেলেছেন ২০১৬ সালে, মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। এরপর দেশের মাটিতেই আর দেখা যায়নি তাকে। অভিমানে ভারতের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নেন ২০২০ সালে। তার বয়স তখন মাত্র ২৮!

আরো পড়ুন:

অথচ চাঁদকে তুলনা করা হতো বিরাট কোহলির সঙ্গে। ২০০৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দিয়ে পাদপ্রদীপের আলোয় এসেছেন কোহলি আর চাঁদের আলো ছড়ানো শুরু ২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দিয়ে। সময়ের ক্রমে কোহলি হয়ে উঠলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা, আর চাঁদ তো ভারতের হয়ে খেলতেই পারলেন না। 

যুক্তরাষ্ট্রের ক্রিকেটে শুরুতে সুযোগ মেললেও সময়ের ক্রমে জায়গা হারিয়ে ফেলেন। এমনকি যুক্তরাষ্ট্রের মাটিতে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা হয়নি তার। তবে মেজর লিগ ক্রিকেটে নিয়মিত খেলছেন চাঁদ। সর্বশেষ আসরে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে ৬ ম্যাচে করেছেন ১৫৮ রান।

মেজর লিগে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েই জায়গা করে নিয়েছেন আইপিএল নিলামে। এবার দেখার পালা, কোনো দল তাকে আবারও ঘরের মাটিতে খেলার সুযোগ দেয় কিনা। চাঁদ আরেকবার বাইশগজের মঞ্চ আলোকিত করতে পারেন নাকি হারিয়ে যান সেটাও দেখার অপেক্ষায়।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়