সতেরোর যুবারা যাচ্ছে শ্রীলঙ্কা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলকে শ্রীলঙ্কা সফরে পাঠাচ্ছে। এই সফরে দুইটি তিনদিনের এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে যুবারা।
২১ নভেম্বর যুবারা শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। আজ তাদের ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। তাদের সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে।
২৪ নভেম্বর প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুই ম্যাচ ২৬ এবং ২৮ নভেম্বর। ২ ডিসেম্বর প্রথম তিনদিনের ম্যাচ শুরু হবে। পরের ম্যাচ ৭ ডিসেম্বর। ৯ ডিসেম্বর যুবাদের দেশে ফেরার কথা রয়েছে।
অনূর্ধ্ব-১৭ বাংলাদেশ স্কোয়াড: ফেরদৌস কবির, আব্দুল্লাহ আল মুহি, হৃদয় হোসেন, ফারহান সাদিক, অদ্রিত ঘোষ, আহসানুল হক মাহিম, রাকিবুল হোসেন, রাকিব খান, মাহেনুজ্জামান মাহবীর, শেখ আতিকুর রহমান আকাশ, আল-আমিন হোসেন, আব্দুর রহিম, মাহির ইশমাম চৌধুরী, ইমরান হোসেন, আল রাফি, সৌরভ কর্মকার।
স্ট্যান্ডবাই: আহসানুল মুনিম, মোবাসির ইসলাম মুনেম, ফাইয়াজ রহমান ও কাওয়ার আহমেদ।
ঢাকা/ইয়াসিন/বিজয়