ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

শ্রীলঙ্কা ২, বৃষ্টি ১, নিউ জিল্যান্ড ০

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ১৯ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:১০, ১৯ নভেম্বর ২০২৪
শ্রীলঙ্কা ২, বৃষ্টি ১, নিউ জিল্যান্ড ০

এক ম্যাচ হাতে রেখে শ্রীলঙ্কা জিতে নিয়েছিল ওয়ানডে সিরিজ। পাল্লেকেল্লেতে আজ নিউ জিল্যান্ডের হোয়াইওয়াশ এড়ানোর লড়াই ছিল। শ্রীলঙ্কার লক্ষ্য ছিল কিউইদের ৩-০ ব্যবধানে হারানো। কিন্তু বৃষ্টির দাপটে ম্যাচে ফল বের হলো না। 

প্রথম দুই ওয়ানডেতে বৃষ্টির বাগড়ায় ম্যাচে প্রভাব পড়েছিল। তবুও ফল বের হয়েছিল। কিন্তু মঙ্গলবার খেলা হলো মাত্র ২১ ওভার। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নিউ জিল্যান্ড ১ উইকেটে ১১২ রান তুলেছিল। এরপর টানা বৃষ্টিতে ম্যাচটা পণ্ড হয়।  

তাতে সমীকরণ এমন দাঁড়ায়, শ্রীলঙ্কা ২, বৃষ্টি ১ ও নিউ জিল্যান্ড ০। উইল ইয়ং ৫৬ ও হেনরি নিকোলস ৪৬ রানে ব্যাটিং করছিলেন। ৯ রানে সাজঘরে ফেরেন টিম রবিনসন। দ্বিতীয় উইকেটে নিকোলস ও ইয়ং ৮৮ রানের জুটি গড়েন।

ঘরের মাঠে টানা পঞ্চম ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল লঙ্কানরা। ২০১২ সালের পর প্রথম নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল তারা। নিউ জিল্যান্ডের আগে শ্রীলঙ্কা আফগানিস্তান, জিম্বাবুয়ে, ভারত, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছে। 

শ্রীলঙ্কার সিরিজ জয়ের নায়ক ব্যাটসম্যান কুশল মেন্ডিস। দুই ওয়ানডেতে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রান করেছেন ২১৭। 

নিউ জিল্যান্ডের পরের অ্যাসাইনমেন্ট ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট। ক্রাইস্টচার্চে যা শুরু হবে ২৮ নভেম্বর। শ্রীলঙ্কাও দক্ষিণ আফ্রিকায় যাবে টেস্ট সিরিজ খেলতে। ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের প্রথম টেস্ট শুরু ২৭ নভেম্বর। 

ঢাকা/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়