ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বিবর্ণ মেসি, লাউতারোর গোলে কষ্টার্জিত জয় আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৭, ২০ নভেম্বর ২০২৪   আপডেট: ১০:৩২, ২০ নভেম্বর ২০২৪
বিবর্ণ মেসি, লাউতারোর গোলে কষ্টার্জিত জয় আর্জেন্টিনার

গোলের পর লাউতারো মার্টিনেজের উদযাপন।

এমন আর্জেন্টিনাকে দর্শকরা ঠিক কবে দেখেছে, সেটা বের করতে চড়তে হবে টাইম মেশিনে। অগোছালো ফুটবল আর ভুল পাসিংয়ের মহড়াই উপহার দিলো লিওনেল স্কালোনির শিষ্যরা। সেই সঙ্গে বিবর্ণ হয়ে রইলেন দলের সেরা তারকা লিওনেল মেসি। তাতে পেরুর বিপক্ষে পয়েন্ট খোয়ানোর শঙ্কা জেগেছিল। তবে সেটা হতে দিলেন না লাউতারো মার্টিনেজ। দুর্দান্ত এক গোলে দলকে এনে দিলেন ১-০ গোলের জয়।

বাংলাদেয় সময় বুধবার (২০ নভেম্বর) বুয়েন্স আয়ারসে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনা। দলের হয়ে ম্যাচজয়ী গোলটি লাউতারো করেন ম্যাচের ৫৫তম। পুরো ম্যাচে নিজের ছায়া হয়ে থাকলেও জয়ী গোলটিতে সহায়তা করেন মেসি।

ম্যাচে পুরোটা সময় আধিপত্য বিস্তার করে গেছে আর্জেন্টিনা। ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রাখে স্কালোনির শিষ্যরা। গোলের জন্য ১০টি শট নিয়ে একটিতে জাল খুঁজে নেয়। পেরু নিজেদের রক্ষণ জমাট বেঁধেই কাটিয়ে দেয় পুরো সময়। তাতে এমিলিয়ানো মার্টিনেজকে কোনো পরীক্ষাই দিতে হয়নি।

আরো পড়ুন:

ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকে আর্জেন্টিনা। তাতে ভালো সুযোগ আসে ম্যাচের ২২তম মিনিটে। তবে জুলিয়ান আলভারেজের শট পোস্টে লাগে। বিরতির আগে মেসির ফ্রি কিক ঠেকিয়ে দেন পেরুর গোলরক্ষক। তাতে গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও একই ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। তারই ধারায় ৫৫তম মিনিটে এগিয়ে যায় তারা। বাঁ দিক থেকে মেসির বাড়ানো ক্রসে দুর্দান্ত ভলিতে ঠিকানা খুঁজে নেন মার্টিনেজ।  এই গোলের মধ্যে দিয়ে আর্জেন্টিনার সর্বকালের সেরা পাঁচ গোলদাতার তালিকায় জায়গা করে নিলেন ইন্টার মিলান ফরোয়ার্ড।

দুর্দান্ত ভলিতে করা লাউতারোর সেই গোল।

জাতীয় দলের হয়ে লাউতারোর গোল এখন ৩২টি। সমান সংখ্যক গোল আছে প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনারও। তার উপরে থাকা চারজন হলেন- হার্নান ক্রেসপো (৩৪), সার্জিও আগুয়েরো (৪২), গ্যাব্রিয়েল বাতিস্তুতা (৫৪) এবং লিওনেল মেসি (১১২)। 

পুরো ম্যাচে ব্যাক পাসের ছড়াছড়ি দেখিয়েছে আর্জেন্টিনা। গোল পেয়ে উজ্জীবিত হয়ে ওঠে তারা। তবে বাকি সময়ে পেরু নিজেদের রক্ষণ জমাট বেঁধে রাখলে আর গোলের দেখা পায়নি আর্জেন্টিনা।  ফলে এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় মেসিদের।

এই জয়ের পর ১২ ম্যাচে আট জয়, এক ড্র ও তিন হারে ২৫ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের টেবিলে শীর্ষস্থান মজবুত হলো আর্জেন্টিনার। অন্য ম্যাচে ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করে সমান ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। সমান ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়া পেরু ৭ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়