ঢাকা     বুধবার   ২০ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৫ ১৪৩১

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর সেনোরা, পাওয়ার্ড বাই রুচি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ২০ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:৩৭, ২০ নভেম্বর ২০২৪
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর সেনোরা, পাওয়ার্ড বাই রুচি

মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে স্পন্সর প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে বিসিবি

প্রথমবারের মতো ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে সেনোরা। পাওয়ার স্পন্সর রুচি। 

মঙ্গলবার (২০ নভেম্বর) মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পন্সর প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের নামকরণ করা হয়েছে, ‘সেনোরা আয়ারল্যান্ড উইমেন্স ট্যুর অব বাংলাদেশ ২০২৪, পাওয়ার্ড বাই রুচি’। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহা, নাজমুল আবেদীন ফাহিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেন্স উইংয়ের প্রধান কাজী হাবিবুল বাশার সুমন, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. ইমতিয়াজ ফিরোজ এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু।

সংবাদ সম্মেলনে বিসিবির প্রতিনিধিরা সিরিজে পৃষ্ঠপোষকতা করার জন্য সেনোরা ও রুচিকে ধন্যবাদ জানান। উপস্থিত সেনোরার প্রতিনিধি বিসিবিকে ধন্যবাদ জানিয়ে দেশের নারী ক্রিকেট উন্নয়নে তাদের সম্পৃক্ততা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিনের মাধ্যমে দেশের সকল নারীর পিরিয়ডকালীন হাইজিন নিশ্চিত করার আশাও ব্যক্ত করেন।

২২ নভেম্বর বাংলাদেশ সফরে আসবেন আইরিশ নারীরা। এই সিরিজের প্রথম ওয়ানডে ২৭ নভেম্বর এবং পরের দুটি ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। ওয়ানডে সিরিজ হবে মিরপুরে। 

৫, ৭ ও ৯ ডিসেম্বরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে সিরিজের তিনটি টি-টোয়েন্টি। ম্যাচগুলো সরাসরি টি-স্পোর্টসে দেখা যাবে।

ঢাকা/ইয়াসিন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়