ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

পাকিস্তানে বিশ্বকাপ, দল পাঠাবে না ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ২০ নভেম্বর ২০২৪   আপডেট: ১৭:৩৮, ২০ নভেম্বর ২০২৪
পাকিস্তানে বিশ্বকাপ, দল পাঠাবে না ভারত

ভারত দৃষ্টিহীন ক্রিকেট দল।

পাকিস্তানের সঙ্গে ভারতের বৈরিতা চরমে পৌঁছে গেছে। ক্রিকেট খেলুড়ে এই দুই দেশের দ্বন্দ্বের মাঝে পড়ে অনিশ্চয়তার মুখে চ্যাম্পিয়নস ট্রফি। এবার পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য দৃষ্টিহীনদের বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ভারত। 

আগামী ২৩ নভেম্বর পাকিস্তানে শুরু হওয়ার কথা দৃষ্টিহীন ক্রিকেটারদের বিশ্ব আসর। এই আসরে শুরতে অবশ্য দল পাঠাতে সম্মত হয়েছিল ভারত। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয় দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা আটকে দিয়েছে। ফলে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে তারা।

ভারতের দৃষ্টিহীন ক্রিকেটারদের সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তা শৈলেন্দ্র যাদবের ভাষ্য, “বিশ্বকাপ খেলার জন্য আমরা ২৫ দিন আগে সফরের অনুমতি চেয়েছিলাম। বিশ্বকাপ কাছাকাছি চলে এলেও অনুমতি পাইনি। তারা (কর্মকর্তারা) বলেছে অনুমতি দেওয়া হবে না, বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নিতে।”

আরো পড়ুন:

শুধু ভারত নয়, এই আসর থেকে নাম সরিয়ে নিতে পারে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড। তাতে পাকিস্তান দলের জন্য লাভজনকই বটে। শৈলেন্দ্র মনে করেন, ভবিষ্যতে পাকিস্তানে বড় ইভেন্ট আয়োজনের আগে আরও চিন্তাভাবনা করা উচিৎ। 

আক্ষেপ প্রকাশ করে তিনি আরও বলেন, “ক্রিকেটের জন্য বিষয়টা দুঃখের। এটা সবার খেলা। ভারত-পাকিস্তান ম্যাচ সবাই আগ্রহ নিয়ে দেখে। এখন পাকিস্তান ওয়াকওভার পেয়ে যাবে। যারা দীর্ঘদিন ধরে অনুশীলন করছে, তাদের জন্য হৃদয়বিদারক।”

তবে পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে, ভারত কিংবা অন্য দলগুলো অংশ না নিলেও টুর্নামেন্ট যথাসময়েই হবে। পাকিস্তানের ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান সুলতান শাহ বলেন, “ভারত এখনও তাদের নাম প্রত্যাহারের বিষয়ে লিখিত দেয়নি।”

টি-টোয়েন্টি ফরম্যাটের ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশও। তবে ভারত কিংবা অস্ট্রেলিয়ার মতো দলগুলো অংশগ্রহণ না করলে আসরের জৌলুস অনেকটাই কমে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না। 

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়