ঢাকা     বুধবার   ২০ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

চ্যাম্পিয়নরা বুঝে পেল বিসিবির পুরস্কার

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ২০ নভেম্বর ২০২৪   আপডেট: ১৭:৩৯, ২০ নভেম্বর ২০২৪
চ্যাম্পিয়নরা বুঝে পেল বিসিবির পুরস্কার

সাবিনা খাতুনের হাতে পুরস্কারের চেক হস্তান্তর করছেন বিসিবির কর্তারা।

টানা দ্বিতীয়বারের মত সাফ নারী চ্যাম্পিয়নশিপ জেতার পরই বাংলাদেশ নারী ফুটবল দলকে অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (২০ নভেম্বর) সেই পুরস্কার বুঝে পান চ্যাম্পিয়নরা। 

বিজয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন ও ম্যানেজার মাহমুদা আক্তারের হাতে বিসিবির ঘোষিত ২০ লাখ টাকার চেক তুলে দেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। চেক হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও ফাহিম সিনহা। 

চলতি বছরের অক্টোবরে স্বাগতিক নেপালকে ২-১ গোলে টানা দ্বিতীয়বার সাফের শিরোপা ঘরে তোলে বাংলাদেশ। টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে সংবর্ধনা আর উপহারের জোয়ারে ভাসছে বাংলাদেশ নারী ফুটবল দল। সরকার, বাফুফেসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তরফ থেকে প্রচুর আর্থিক পুরস্কার এরই মধ্যে পেয়েছেন সাবিনা–সানজিদারা। 

আরো পড়ুন:

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঘোষণা দিয়েছে দেড় কোটি টাকা দেওয়ার। আর ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা এসেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে। কিছুদিন আগে ক্রীড়া বান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ নারী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা মিলিয়ে মোট ৩২ সদস্যকে ফ্রিজ উপহার দেয়। 

ঢাকা/ইয়াসিন/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়