ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

দায়িত্ব ছাড়লেন মেসিদের কোচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ২০ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:৪৩, ২০ নভেম্বর ২০২৪
দায়িত্ব ছাড়লেন মেসিদের কোচ

কোচ টাটা মার্টিনোর সঙ্গে মেসি।

জাতীয় দল ও ক্লাবের হয়ে চলতি বছরের শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হলো মেসির ২০২৪ সাল। আর্জেন্টিনার জয়ের দিনই দায়িত্ব ছাড়লেন মেসির ক্লাব ইন্টার মায়ামির কোচ জেরার্দো মার্টিনো।

যদিও ক্লাব বা মার্টিনো কোনো পক্ষ থেকেই অফিসিয়ালভাবে কিছু জানানো হয়নি। তবে বিভিন্ন গণমাধ্যমের খবর, অনেকটা চুপিসারেই দায়িত্ব থেকে সরে গেছেন মার্টিনো। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন মেসি-লুইস সুয়ারেজদের কোচ।

শুক্রবার (২২ নভেম্বর) মায়ামির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সেখানেই মার্টিনোর পদত্যাগের বিষয়টি জানানো হতে পারে বলে ধারণা। ক্লাবের ঊর্ধ্বতন কর্তারা সংবাদ সম্মেলনে থাকবেন।

আরো পড়ুন:

২০২৩ সালের জুনে ইন্টার মায়ামির প্রধান কোচ হিসেবে যোগ দেন মার্টিনো। তার অধীনে ২০২৩ সালে লিগস কাপ জেতে ইন্টার মায়ামি। আর চলতি মৌসুমে সাপোর্টার শিল্ড জিতেছিলেন মেসিরা। তবে মেজর লিগ সকারের প্লে অফের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যায় ‘দ্য হেরনস’রা।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়