ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

পাকিস্তান দলে ফিরতে ফখরকে যে শর্ত দিলেন কোচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ২১ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:৪৭, ২১ নভেম্বর ২০২৪
পাকিস্তান দলে ফিরতে ফখরকে যে শর্ত দিলেন কোচ

পাকিস্তানের ক্রিকেটার ফখর জামান।

পাকিস্তান জাতীয় দলে নেই ফখর জামান। তাকে ছাড়াই দল ভালো করছিল। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ফখরের প্রয়োজনীয়তা অনুভব করছে দল। কিন্তু সহজেই দলে ফেরা হচ্ছে না এই বাঁহাতি ব্যাটারের। দলে ফিরতে তাকে ফিট থাকতে হবে বলে শর্ত জুড়ে দিয়েছেন পাকিস্তানের কোচ আকিব জাভেদ।

পাকিস্তান ক্রিকেটের ভেতরের অবস্থা এলোমেলো। এর মাঝেই কদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে বাবর আজমকে দল থেকে বাদ দেন নির্বাচকরা। সেই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন ফখর। এরপর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় পিসিবি। সেটার জবাব না দেওয়ায় কেন্দ্রীয় চুক্তি থেকেই বাদ পড়তে হয় ফখরকে।

এক টুইট বার্তায় ফখর লিখেছিলেন, “বাবরকে দল থেকে বাদ দেওয়ার ঘটনা উদ্বেগজনক। ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত কোহলির গড় অনেক কম ছিল, ভারত তো তাকে বাদ দেয়নি। আমরা যদি পাকিস্তানের সেরা ব্যাটারকে বাদ দিয়ে দেই, ব্যাপারটা নেতিবাচক বার্তা দেয়।”

আরো পড়ুন:

টি-টোয়েন্টিতে দলের অন্যতম সেরা ব্যাটার ফখর। তাকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ফলে, আবারও তার দ্বারস্থ হতে হচ্ছে পিসিবিকে। ফখরকে চ্যাম্পিয়নস ট্রফির আগে দলে ফেরানো হতে পারে বলে আভাস দিয়েছেন আকিব। পাকিস্তান কোচের ভাষ্য, “ফখর যদি পুরোপুরি ফিট থাকে, অবশ্যই তাকে দলের বিবেচনায় রাখা হবে।”

২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা জিতে পাকিস্তান। সেই আসরে দারুণ ব্যাটিং করেছিলেন ফখর। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলেন ফখর ১০৬ বলে ১১৪ রানের মহাকাব্যিক ইনিংস। আরেকবার এই আসরের আগে সুযোগের অপেক্ষা। এবার কি করেন সেটা সময় বলে দেবে। 

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়