ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩১

বোর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৪

চাপ নিয়েই ভারতকে হারানোর হুমকি কামিন্সের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ২১ নভেম্বর ২০২৪  
চাপ নিয়েই ভারতকে হারানোর হুমকি কামিন্সের

সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

ঘরের মাঠে খেলা, চাপটা তাই স্বাগতিক দলের ওপরেই বেশি থাকার কথা। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়াও সেই চাপ অনুভব করছে। তবে আত্মবিশ্বাস হারাচ্ছে না। প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে সেটাই জানিয়ে গেলেন প্যাট কামিন্স। সেই সঙ্গে ভারতকে হারানোর হুমকিও দিলেন অজি অধিনায়ক।

শুক্রবার (২২ নভেম্বর) শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সবচেয়ে বড় লড়াই বোর্ডার-গাভাস্কার ট্রফি। পার্থে দুই দল একে অপরের মুখোমুখি হবে।

শেষ দুইবার এই সিরিজে জয় লাভ করেছিল ভারত। তবে এবার ঘরের মাঠে সব সমীকরণ পাল্টাতে মরিয়া অস্ট্রেলিয়া। সংবাদ সম্মেলনে এসে কামিন্স জানিয়ে দিলেন, এই সিরিজকে ঘিরে কোনো বাড়তি চাপ নেই তাদের ক্রিকেটারদের ওপর, তবে ঘরের মাঠে খেলা সবসময়ই চাপের।

আরো পড়ুন:

কামিন্স বলেন, “কোনো বাড়তি চাপ নেই। তবে ঘরের মাঠে খেলাটা সবসময়ই চাপের। ভারতের অনেক প্রতিভা রয়েছে, একটা ভালো লড়াই হতে যাচ্ছে। বোর্ডার-গাভাস্কার ট্রফি জিততে পারাটা খুবই ভালো বিষয় হবে। ভারত ভালো দল, তবে আমরাও প্রস্তুত।” 

প্রথম টেস্টে অধিনায়ক রোহিতকে পাচ্ছে না ভারত। সদ্য পুত্র সন্তানের পিতা হওয়ায় তিনি এখনও দেশে রয়েছেন। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিবেন জসপ্রীত বুমরাহ। সে হিসেবে দুই দলকেই নেতৃত্ব দিবেন দুই পেসার। এটা বিশেষ কিছু বলেই জানালেন কামিন্স।

এই প্রসঙ্গে কামিন্স বলেন, “যখন পেসার কোনো দলের অধিনায়ক হয় তখন এটা সবসময়ই স্পেশাল, এইরকম আরো বেশি হওয়া উচিত। আগেরবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও এটা হয়েছিল, যখন টিম সাউদি অধিনায়ক ছিল।”

দুই দলেই নতুন দুই ক্রিকেটারকে দেখা যেতে পারে পার্থে। অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হতে পারে নাথান ম্যাকসুইনির এবং ভারতের হয়ে নিতীশ কুমার রেড্ডির। দুই ক্রিকেটারই কামিন্সের পরিচিত। নিতীশ আইপিএলে কামিন্সের দল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেন। 

অভিষেকের অপেক্ষায় থাকা দুই ক্রিকেটার নিয়ে বলতে গিয়ে কামিন্সের ভাষ্য, “আমি চাইব ও (ম্যাকসুইনি) নিজের সাধারণ খেলাটা খেলুক, ডেভিড ওয়ার্নার কেমন খেলতো সেটা নিয়ে ভাবলেই সমস্যা। যতক্ষণ সে বোলারদের বল করতে বাধ্য করবে ততক্ষণ সেটাই তার আসল খেলা হবে। আর নিতীশ খুবই ভালো তরুণ ক্রিকেটার।”

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়