‘এই টুর্নামেন্টের পর দেখা যাবে’, জাতীয় দলে ফেরা নিয়ে সাকিব
বাংলা টাইগার্সের জার্সি গায়ে সাকিব আল হাসান।
“সাকিব আপনাকে বাংলাদেশ দলের হয়ে কবে মাঠে দেখা যাবে?”- সাকিব আল হাসানকে যখন এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় তখন তিনি সংযুক্ত আরব আমিরাতে টি-টেন টুর্নামেন্টের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মঞ্চে। প্রশ্নকর্তা এর আগে সাকিবকে টি-টেন নিয়ে প্রশ্ন করেছিলেন। একাধিক প্রশ্নের সুযোগ পেয়ে বাংলা ভাষাতেই সাকিবের কাছে জানতে চান লাল-সবুজের জার্সিতে কবে তাকে আবার দেখা যাবে?
প্রশ্ন শুনে সাকিবের মুখে এক গাল হাসি। উত্তরটাও দিলেন মুখে হাসি নিয়ে, “এই টুর্নামেন্টের পর দেখা যাবে।”
বাংলাদেশ দল এখন ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সফরে। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সাকিব। নেই টি-টোয়েন্টিতেও। কেবল খেলছেন ওয়ানডে ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজে তার সুযোগ রয়েছে তিন ওয়ানডে খেলার। যা শুরু হবে ৮ ডিসেম্বর থেকে। কিন্তু সাকিব কি আদৌ খেলতে পারবেন?
দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট খেলে অবসরে যেতে চেয়েছিলেন। ঘরের মাঠে আনুষ্ঠানিক বিদায় বলতে চেয়েছিলেন। কিন্তু দেশে ফেরার অনুমতি না পাওয়ায় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের সুযোগ হয়নি ক্যারিয়ারের শেষ টেস্ট ঢাকায় খেলার। এ নিয়ে তার পক্ষে-বিপক্ষে অনেক আলোচনা-সমালোচনাও হয়েছে।
আবু ধাবিতে সাকিবের উত্তরে দুটি বিষয় উঠে আসে। প্রথমত, টি-টেন টুর্নামেন্টের পরই সাকিবকে বাংলাদেশ দলে দেখা যাবে। দ্বিতীয়ত, টি-টেন টুর্নামেন্টের পর সাকিব ভেবে দেখবেন কবে বাংলাদেশ দলে ফেরা যায়। শুধু তা-ই নয়, প্রশ্নকর্তা সাকিবকে জিজ্ঞেস করেছিলেন ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে। ফেব্রুয়ারি-মার্চে যা অনুষ্ঠিত হবে পাকিস্তানে।
সাকিব ২০২৩ বিশ্বকাপের আগে জানিয়েছিলেন, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলে বিদায় জানাবেন ওয়ানডে ফরম্যাট। নিশ্চিতভাবেই তারও আগ্রহ আছে চ্যাম্পিয়নস ট্রফি খেলার। দেশকে আরো একটি বৈশ্বিক আসরে প্রতিনিধিত্ব করার। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সাকিব যে বেশিদূর ভাবতে পারছেন না তা তার কথাতেই বোঝা গেল, “এখন এই টুর্নামেন্ট নিয়েই পুরো ফোকাস করছি।”
আজ থেকে শুরু হচ্ছে টি-টেন টুর্নামেন্ট। সাকিব খেলবেন বাংলা টাইগার্সের হয়ে। আজকেই তাদের প্রথম ম্যাচ স্যাম্প আর্মির বিপক্ষে। টুর্নামেন্টের ফাইনাল হবে ২ ডিসেম্বর। টি-টেন নিয়ে সাকিব বলেছেন, “আমি দলের পরিকল্পনা এখানে বলতে দিতে পারি না। এখানের সবগুলো দলই শক্তিশালী। প্রত্যেকে চ্যাম্পিয়ন হতে এসেছে। আমাদেরও একই লক্ষ্য। আমরা আমাদের সেরা চেষ্টাটাই করবো। আমাদের দলটা ভারসাম্যপূর্ণ।”
এই টুর্নামেন্টের অনেক আগে সংযুক্ত আরব আমিরাত পৌঁছেছেন সাকিব। সেখানে ব্যক্তিগত ট্রেনার নিয়ে ফিটনেসে মনোযোগ দিয়েছেন।
ঢাকা/ইয়াসিন/বিজয়